X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুদানের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করলো অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬
image

সুদানের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করলো অ্যামনেস্টি সুদানের সরকার দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অ্যামনেস্টি এক প্রতিবেদনে জানিয়েছে, দারফুরের জেবেল মাররা এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে অন্তত ৩০টি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব হামলায় অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলেও মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, সর্বশেষ ৯ সেপ্টেম্বর রাসায়নিক হামলা চালানো হয়।
অ্যামনেস্টি-র তদন্তে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি, দুই শতাধিক সাক্ষাৎকার এবং বিশেষজ্ঞ বিশ্লেষণ যুক্ত রয়েছে।
অ্যামনেস্টি-র দুর্যোগ গবেষণা বিষয়ক পরিচালক তিরানা হাসান বলেন, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার করাটা যুদ্ধাপরাধ। যেসব তথ্য-প্রমাণ আমরা সংগ্রহ করতে পেরেছি, তা বিশ্বাসযোগ্য এবং তা এমন একটি শাসনব্যবস্থার চেহারা সামনে তুলে ধরে, যা আন্তর্জাতিক মতামতের কোনও তোয়াক্কাই করে না।’
জাতিসংঘে সুদানের রাষ্ট্রদূত ওমর দাহাব ফাদল মোহাম্মদ এক বিবৃতিতে জানান, ‘অ্যামনেস্টির প্রতিবেদনে যা বলা হয়েছে, তা সঠিক নয় এবং সুদান কোনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি।’  
তিনি ওই বিবৃতিতে আরও বলেন, সুদানের সামরিক বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনও ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত। সুদানে চলমান শান্তি ও স্থিরতার প্রক্রিয়া এবং অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমন্বয় নষ্ট করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।

তবে অ্যামনেস্টি জানিয়েছে, তারা ওই তথ্য-প্রমাণ দুইজন স্বতন্ত্র বিশেষজ্ঞের কাছে উত্থাপন করেছে। তাদের বিশ্লেষণেও সুস্পষ্টভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ সামনে এসেছে বলে এক বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে।  

১৯৯৯ সালে সুদান কেমিক্যাল উইপনস কনভেনশন-এ স্বাক্ষর করে। ওই চুক্তি স্বাক্ষরকারী কোনও দেশ কখনোই বিষাক্ত অস্ত্র ব্যবহার করতে পারবে না।  

জাতিসংঘ জানিয়েছে, ২০০৩ সালে সুদানে জাতিগত সংঘাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছেন। যেখানে প্রায় ২৫ লাখ মানুষ ঘরহারা হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, সুদানে প্রায় ৪৪ লখা মানুষের ত্রাণ সহায়তা অবশ্যক।

গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ ও ২০১০ সালে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতাতি পরোয়ানা জারি করেছে।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি