X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি স্থগিত করলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ০২:৩৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০২:৪৫
image

রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র হুমকিস্বরূপ এবং তাদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বৃত্ত প্লুটোনিয়াম ধ্বংস করার চুক্তিটি স্থগিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন

সোমবার রুশ প্রেসিডেন্টের এক আদেশে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, ‘রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ নয়।’

চুক্তি স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পরিবেশের আমূল পরিবর্তন, আন্তর্জাতিক চুক্তির অধীনে আমেরিকার বাড়তি পরমাণু অস্ত্র ধ্বংসের দায়িত্ব পালন না করা এবং তাৎক্ষণিকভাবে রাশিয়ার নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করা।

পুতিন ওই আদেশে আরও বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে ওই চুক্তি স্থগিত করা হলো।’ তবে মস্কোর দাবি, তারা এ জমানো প্লুটোনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাবে না।

এর আগে চলতি বছরের এপ্রিলে পুতিন অভিযোগ করেন, ‘রাশিয়া চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে, কিন্তু আমাদের মার্কিন অংশীদাররা তা মেনে চলছেন না।’

রাশিয়ার পরমাণু অস্ত্র

তিনি আরও অভিযোগ করেন, ‘চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের বাড়তি প্লুটোনিয়াম ধ্বংসের কথা বলা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রয়োজন মতো প্লুটোনিয়াম নিজেদের সংগ্রহে রেখে দিচ্ছে।’ তবে যুক্তরাষ্ট্র বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ২০০০ সালে স্বাক্ষরিত ওই চুক্তি অনুসারে, মস্কো এবং ওয়াশিংটন প্রত্যেকে ৩৪ টনের বেশি প্লুটোনিয়াম নিজের সংগ্রহে রাখবে না এবং অতিরিক্ত প্লুটোনিয়াম ধ্বংসের অঙ্গীকার করে। তবে ওই চুক্তিটি কার্যকর হয় ২০১০ সালে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওই দুই দেশের মিলিত ৬৮ টন প্লুটোনিয়াম দিয়ে এক হাজার ৭০০টিরও বেশি পরমাণু অস্ত্র বানানো সম্ভব।

এদিকে, রাশিয়ার সঙ্গে সিরিয়া বিষয়ক আলোচনা স্থগিত করছে ওয়াশিংটন। তাদের অভিযোগ, রাশিয়া গত মাসের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তবে রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র নিজেই চুক্তি ভঙ্গ করে তার বোঝা রাশিয়ার ওপর ফেলতে চাইছে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী