X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ভারত-পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

কাশ্মির ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১৯:২২আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মোতায়েনকৃত নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধাবস্থার নেপথ্যে মূল কারণ কাশ্মির ইস্যু। কাশ্মিরের উরিতে ভারতের সেনাঘাঁটিতে হামলার জের ধরেই দুই দেশের সাম্প্রতিক যুদ্ধাবস্থার সূত্রপাত। ভারত চাইছে যে কোনও মূল্যে অধিকৃত কাশ্মিরের দখল বজায় রাখতে। আর পাকিস্তান চাইছে ভারত থেকে বিচ্ছিন্ন হোক কাশ্মির। আর কাশ্মিরের জনগণ চান একটি স্বাধীন রাষ্ট্র। তাদের ভাষায় ‘আজাদি’। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনায় কাশ্মির নিয়ে দুই দেশের ব্যাপক কূটনৈতিক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। তবে এসব তৎপরতা সত্ত্বেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

৮ জুলাই ২০১৬ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন কাশ্মিরি তরুণ বুরহান মুজাফফর ওয়ানি। হিজবুল মুজাহিদিনের এ কমান্ডার নিহত হওয়ার পর রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মির। এরপর গত ১৮ সেপ্টেম্বর উরি’র সেনাঘাঁটিতে হামলায় ভারতীয় সেনাদের প্রাণহানি। এ হামলার পর কাশ্মিরের উত্তেজনা রূপ নেয় ভারত-পাকিস্তান যুদ্ধবস্থায়। আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশই কাশ্মির ইস্যুতে জোরালোভাবে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে। জাতিসংঘে দেওয়া ভাষণে কাশ্মিরে ভারতের নিপীড়নের উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দাবি করেছেন, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ।

পাকিস্তানের পক্ষ থেকে বার বার কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে মঙ্গলবার মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের এই অবস্থান পুনর্ব্যক্ত করছে যে, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডে বলেছেন, ‘কাশ্মির ইস্যুতে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। এই অঞ্চলে উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’

গত মাসে উরি’র সেনাঘাঁটিতে হামলার পর আবারও পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত। পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘটনার পরপরই বলা হয়, ‘সন্দেহমূলক জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে। আন্তঃ সীমান্ত গোলাগুলিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা উল্লেখ করে ধোঁকা দিচ্ছে ভারত।’

এই প্রেক্ষাপটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এখন যতোটা না জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য-ব্যর্থতার প্রশ্ন, তার থেকেও বেশি করে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা-আত্মমর্যাদা আর দম্ভের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই সমান তালে চলছে সামরিক ও কূটনৈতিক তৎপরতা।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা