X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় কেজরিওয়াল-চিদাম্বরমের সমালোচনা করলো বিজেপি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ২০:৫১আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২০:৫৩
image

রবি শঙ্কর প্রসাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পরিচালিত ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় তাদের তীব্র সমালোচনা করেছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, ‘আমি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞেস করতে চাই, তিনি আমাদের সেনাবাহিনীর অসামান্য বীরত্বকে বিশ্বাস করেন কিনা, যারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে।’
তিনি কেজরিওয়ালকে লক্ষ্য করে আরও বলেন, ‘প্রমাণ চাওয়ার নামে আমাদের সশস্ত্রবাহিনীর মহান নেতৃত্ব, সাহস আর ত্যাগকে খাটো করবেন না। আপনি কেন পাকিস্তানের প্রপাগান্ডায় প্রভাবিত হচ্ছেন?’
প্রসাদ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা চিদাম্বরমকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে কিনা, এ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন কেন, এ নিয়ে কি তার মনে কোনও সন্দেহ আছে?’ তিনি চিদাম্বরমের মন্তব্যকে আরও স্পষ্ট করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

অরবিন্দ কেজরিওয়াল

সোমবার তিন মিনিটের একটি ভিডিওতে আম আদমি পার্টির (এএপি) নেতা কেজরিওয়াল বলেন,  ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একশোটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু পাকিস্তানের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি আমি। পাকিস্তানের দাবি মিথ্যে প্রমাণের জন্য ওই অভিযানের ভিডিও প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।’

এক টুইটার বার্তায় কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, ‘সরকারকে অবশ্যই ওই অভিযানের ভিডিও প্রকাশ করা উচিত। যদিও কংগ্রেস সন্দেহাতীতভাবে ওই অভিযানের তথ্যকে বিশ্বাস করে।’

একইভাবে কংগ্রেস নেতা পি চিদাম্বরমও ওই অভিযানের তথ্য-প্রমাণ জনসমক্ষে হাজির করে পাকিস্তানের প্রপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পি চিদাম্বরম

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর বিপরীতে পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে ‘মিথ্যে দম্ভ’ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যে প্রমাণের জন্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!