X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কাশ্মিরের সেনাঘাঁটিতে হামলা

‘লুকিয়ে থাকা জঙ্গি’দের খোঁজে অভিযান চলছে

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৩:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:৪৯
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লার সেনাঘাঁটিতে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন জঙ্গির নিহত হওয়ার খবর দেওয়া হলেও এখনও সেখানকার অভিযান সমাপ্তির ঘোষণা করা হয়নি। সেখানে কোনও জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে,এই আশঙ্কা থেকে এখনও অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনী

বৃহস্পতিবার সকালে বারামুল্লা জেলার হাণ্ডওয়ারা এলাকার রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর লাঙ্গাতে সেনাঘাঁটিতে ওই হামলা চালানো হয়।

এর আগে গত রবিবার বারামুল্লার অপর এক আরআর-এর সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। গত পাঁচ দিনে বারামুল্লার সেনাঘাঁটিতে জঙ্গি হামলার এটি দ্বিতীয় চেষ্টা।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা গুলি করতে করতে রাষ্ট্রীয় রাইফেলস-এর ওই ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালায়। সেখানে উপস্থিত জওয়ানরা পাল্টা গুলি করতে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরে সেনা সদস্য এবং পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা, এজন্য এখনও আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

প্রতিরক্ষা মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘তিন জঙ্গি নিহত হয়েছে এবং তিনটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে।’

নিহত জঙ্গিরা যুদ্ধের পোশাক পরিহিত ছিল বলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। তারা আরও দাবি করেছে, ওই জঙ্গিরা ৫ বা ৬ অক্টোবর রাতে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা