X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণে ভুয়া ভিডিও বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী!

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৪:৩৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:৩৬
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের দাবি করেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা প্রমাণে ভারতীয় সেনাবাহিনী ভুয়া ভিডিও বানাচ্ছে।

ইঞ্জিনিয়ার রশিদ

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর বিপরীতে পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে ‘মিথ্যে দম্ভ’ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যে প্রমাণের জন্য।

আন্তর্জাতিক অঙ্গনেও উঠেছে এ সংক্রান্ত আলাপ। নির্ধারিত হয়েছে দুই দেশের পক্ষ-বিপক্ষ।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারত-পাকিস্তান পরস্পর বিরোধী অবস্থানের মধ্যেই বুধবার কাশ্মিরের নির্দলীয় বিধায়ক শেখ আবদুল রশিদ (ইঞ্জিনিয়ার রশিদ নামেই বেশি পরিচিত) দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী লীপা ভ্যালিতে সার্জিক্যাল স্ট্রাইকের আদলে ভিডিও ফুটেজ তৈরি করছে, যা পরে প্রমাণ হিসেবে উত্থাপন করা হবে।

সার্জিক্যাল স্ট্রাইক

কুপওয়ারার লাঙ্গাতে আসনের ওই বিধায়কের দাবি, ‘ভুয়া লক্ষ্যবস্তুর ভিডিও ধারণ করা হয়েছে। লীপা ভ্যালিতে ওই ভিডিও ধারণ করা হয়। যা আমরা প্রমাণ করে দিতে পারি।’

ইঞ্জিনিয়ার রশিদ আরও অভিযোগ করেন, সেনাবাহিনী যে পাঁচটি স্থানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে দাবি করেছে, তার মধ্যে দুটি স্থানে কোনও গোলাগুলিই হয়নি। তিনি দাবি করেন, ওই দুইটি এলাকার জনগণ তাকে জানিয়েছেন, গত ২০ দিনে সেখানে কোনও গুলির শব্দ শোনা যায়নি।

তিনি বলেন, ‘সেনাবাহিনী নিজেকে দায়বদ্ধ সংস্থা বলে দাবি করে। কিন্তু রাজনীতিকদের নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে ওই দায়বদ্ধতা কি নষ্ট হয়ে যায় না?’

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হনসরাজ আহীর বুধবার জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও ফুটেজ সরকারের কাছে হস্তান্তর করেছে। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা