X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৭:১৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:২১

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬ শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’ ক্যারিবীয় দেশ হাইতি, কিউবা ও ডমিনিকাল রিপাবলিকে আছড়ে পড়েছে। এ হারিকেনের আঘাতে নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এরমধ্যে ২২ জনই নিহত হয়েছেন হাইতিতে। ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামাস ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে ১৫ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার কিউবা অভিমুখে যাওয়ার সময় হারিকেন ম্যাথিউ হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। এর তাণ্ডবে হতাহতের ঘটনা ঘটে। ঝড়টিকে তার তীব্রতা অনুযায়ী ‘ক্যাটাগরি ৪’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি হাইতিতে আঘাত হানে। এটি দেশটিতে গত এক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ক্ষয়ক্ষতির জন্য দেশটির বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

ম্যাথিও’র প্রভাবে হাইতিতে প্রবল বৃষ্টিপাত ও প্রলয়ঙ্কারী বাতাস বয়ে গেছে। এতে অঞ্চলটির দরিদ্রতম দেশটিতে অবর্ণনীয় ক্ষতি হয়েছে।

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইলাউমে অ্যালবার্ট মোলেওন বলেন, এটি একটি আংশিক চিত্র। আমাদের হাতে এখনও তথ্য আসছে। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। তবে পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে ২৫ জন আহত ও ৮ জনের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গ্রান্ডে অ্যানসের সঙ্গে ১৮ ঘন্টা ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার পর মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার খবর জানা যেতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

হারিকেন ম্যাথিউ’র আঘাতে নিহত ২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জেরেমিতে হেলিকপ্টার দিয়ে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানা গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাকৃতিক দুর্যোগটির কারণে প্রধান প্রধান কৃষি জমি ধ্বংস হয়ে গেছে এবং বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একটি সেতু ধসে যাওয়ার পর জরুরি ত্রাণ তৎপরতা স্থগিত রয়েছে।

এই সেতুটির মাধ্যমে পোর্ট-অ-প্রিন্স ও দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছিল। নদীগুলোর পানি উপচে বাইপাস সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক ম্যারি আলটা জ্যঁ-ব্যাপ্টিস্তে মার্কিন বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘এখনই ক্ষয়ক্ষতির সব হিসাব পাওয়া যাবে না। দক্ষিণে ব্যাপক ধ্বংসের খবর জানা যাচ্ছে।’

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানান, যে কোনও ধরনের দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত। ইতোমধ্যে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়