X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘হতাশ’ হোয়াইট হেলমেটস অভিনন্দন জানালো সান্তোসকে

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৬, ১৫:৫১আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৫:৫১

নিজেদের কার্যালয়ে বসে নোবেল পুরস্কারের ঘোষণা শুনেন হোয়াইট হেলমেটস কর্মীরা ২০১৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সবচেয়ে এগিয়ে ছিল সিরিয়ার সংগঠন হোয়াইট হেলমেটস। তবে শুক্রবার পুরস্কারটি পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। শান্তিতে নোবেল পাওয়ায় হতাশ হোয়াইট হেলমেটস তাৎক্ষণিকভাবেই অভিনন্দন জানিয়েছে সান্তোসকে। নোবেল না পেলেও হোয়াইট হেলমেটস মানুষের প্রশংসায় ভাসছে।

অনেক জল্পনার পর শুক্রবার নরওয়ের নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ সময় শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৩টার সময় নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নোবেল জয়ী হিসেবে সান্তোসের নাম ঘোষণার পরই হোয়াইট হেলমেটস সদর দফতরে হতাশা ছড়িয়ে পড়ে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে হতাশা চাপা রেখে সঙ্গে সঙ্গেই সান্তোসকে অভিনন্দন জানিয়েছে তারা। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে এ অভিনন্দন জানায় তারা। টুইটে বলা হয়, কলম্বিয়ার জনগণ ও প্রেসিডেন্টকে অভিনন্দন। আমরা তাদের জন্য আন্তরিক শান্তি কামনা করি।

হোয়াইট হেলমেটস নোবেল না পাওয়ায় অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। হতাশা ব্যক্ত করার পাশাপাশি তাদের উৎসাহ জানাচ্ছেন। মাহমুদ আল বাসা নামক ব্যবহারকারী লিখেছেন, আমাদের মন জয় করার জন্য তাদের অভিনন্দন। তারা একটি পুরস্কায় পায়নি তাতে কিছু যায় আসে না। তারা আমাদের সত্যিকারের নায়ক।

মার্ক লোয়েন লিখেছেন, হোয়াইট হেলমেটস দফতরে হতাশা। তারা অসাধারণ ও প্রেরণাদায়ী গোষ্ঠী। প্রতিদিন মানুষের জীবন বাঁচাচ্ছে।

সিরিয়ার দীর্ঘ ছয় বছরের গৃহযুদ্ধের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে হোয়াইট হেলমেটস বাহিনী। আগাগোড়া স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এ বাহিনীর উদ্যোগে প্রাণ রক্ষা হয়েছে কয়েক হাজার মানুষের। তাদের মূলনীতি মূলত কোরআনের একটি আয়াত। ওই আয়াতে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি যদি কারও প্রাণ রক্ষা করে, তবে সে যেন দুনিয়ার সব মানুষের প্রাণ রক্ষা করলো।’

হোয়াইট হেলমেটসের সদস্যদের মধ্যে রয়েছেন কৃষক, দর্জি, বেকার, ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, শিক্ষক, ফার্মাসিস্ট ও ছাত্ররা। ধর্ম ও রাজনীতির বিভাজনকে আমলে না নিয়ে নিপীড়িত মানুষের সাহায্যে তারা এগিয়ে এসেছেন। আলেপ্পো, ইদলিব, লাটাকিয়া, হোমস, ডেরা এবং দামেস্কজুড়ে ত্রাণের ডালি হাতে ছুটে বেড়াচ্ছেন প্রায় তিন হাজার হোয়াইট হেলমেটস সদস্য। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

 

 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট