X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের আনুষ্ঠানিক অভিযোগ

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৬, ০৯:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০৯:৫৯
image

মার্কিন সরকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং ডেমোক্র্যাটিক ন্যাশনাল কংগ্রেসে সাইবার হামলা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের আনুষ্ঠানিক অভিযোগ

চলতি বছরের জুলাইয়ে ডেমোক্র্যাট পার্টির কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া ১৯ হাজারেরও বেশি ইমেইল ফাঁস করে আলোচিত গণমাধ্যম উইকিলিকস। ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কংগ্রেসের কম্পিউটার থেকে ১৯ হাজারেরও বেশি ইমেইল হ্যাক করা হয়। ফাঁস হওয়া ইমেইলগুলোতে ন্যাশনাল কংগ্রেস এবং বার্নি স্যান্ডার্সের মধ্যকার বিভাজন পরিষ্কারভাবে ফুটে উঠে। কয়েকটি ইমেইলে দেখা যায়, পার্টির প্রধান নেতারা আগে থেকেই হিলারিকে প্রার্থী করার বিষয়ে মতামত দিয়ে রেখেছিলেন। আর এর ফলে তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ।

ডেবি ওয়াজেরমেন শুলজ

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং মার্কিন কর্মকর্তারা আগে থেকেই ইমেইল ফাঁসের জন্য রাশিয়াকে দায়ী করে আসছিল। তবে শুক্রবার প্রথমবারের মতো ওবামা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ উঠলো।  

জাতীয় গোয়েন্দা পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে ইমেইল হ্যাক এবং প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বিশ্বাস, এমন সংবেদনশীল তথ্য ফাঁস করার মতো কর্তৃত্ব কেবল রাশিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদেরই আছে।’

তবে রুশ কর্তৃপক্ষ মার্কিন অভিযোগ উড়িয়ে দিয়েছে। সেইসাথে ওয়াশিংটনের রাশিয়া-বিরোধী বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের নিন্দাও জানিয়েছে তারা।

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফেন্স-কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, ‘প্রতিদিন পুতিনের ওয়েবসাইটে হাজার হাজার হ্যাকাররা আক্রমণ চালায়। ওই হ্যাকারদের অনেকেই যুক্তরাষ্ট্র থেকে আক্রমণ চালায়। কিন্তু এজন্য আমরা হোয়াইট হাউজকে দায়ী করি না।’

পুতিন-ওবামা

আনুষ্ঠানিক অভিযোগের পরেও এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, এ নিয়ে কিছু বলতে রাজি হয়নি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

এর আগে গুসিফার ২.০ নামধারী এক রোমানীয় হ্যাকার ওই ইমেইল হ্যাক করা দাবি করেছিলেন। তবে মার্কিন নিরাপত্তা বিশ্লেষকদের মতে কোনও ব্যক্তি এই কাজ করতে পারেন না। এর সঙ্গে কোনও বড় সংস্থা জড়িত।

মার্কিন কর্তৃপক্ষের ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘সম্প্রতি হ্যাক হওয়া ইমেইল ফাঁসের সঙ্গে ডিসিলিক্স ডট কম, উইকিলিক্স বা গুসিফার ২.০ জড়িত থাকলেও তাতে রুশ কর্তৃপক্ষের সহযোগিতা ও প্রণোদনা রয়েছে।’   

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহত: বিবিসি
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি