X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারীবিদ্বেষী মন্তব্য: এবার ম্যাককেইন ও রাইসের সমর্থন হারালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ১২:২৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১২:২৯
image

জন ম্যাককেইন, ট্রাম্প ও রাইস যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নারী বিদ্বেষী মন্তব্য ফাঁসের পর তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া দলীয় সদস্যদের তালিকায় নাম লেখালেন আরও দুইজন। তারা হলেন- সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস।
উল্লেখ্য, ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত শুক্রবার (৭ অক্টোবর) ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন। শুক্রবার সেই মন্তব্য ফাঁস হবার পর বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পকে ভোট দেবেন না। তারই ধারাবাহিকতায় সর্বশেষ জন ম্যাককেইন এবং কন্ডোলিৎজা রাইসও ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন।
ম্যাককেইন বলেন, ট্রাম্পের মন্তব্যের কারণে ‘তার প্রতি শর্তসাপেক্ষে সমর্থন দেওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে’। আর ক্ষুব্ধ হয়ে রাইস বলেন ‘যথেষ্ট হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার সরে দাঁড়ানো উচিত’।

বেশ কয়েকজন রিপাবলিকান নেতা বলেছেন যে তারা ট্রাম্পের পরিবর্তে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সকে ভোট দিতে চান।

ট্রাম্প
এর আগে অডিও টেপটি ফাঁসের পর পরই মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান জানান, তিনি ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন না। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য শুনে তিনি ‘অসুস্থবোধ করছেন’। উতাহ অঙ্গরাজ‌্যের রিপাবলিকান গভর্নর গারি হারভার্ট জানান,তিনি ট্রাম্পের সমাবেশে যাবেন না, তাকে ভোটও দেবেন না।

আগেই মিট রমনি, জন কেসিক, জেব বুশ, লিন্ডসে গ্রাহামসহ অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।

এদিকে শনিবার তার ‘বিতর্কিত’ বক্তব্যের জন্য এক ভিডিও বিবৃতিতে ক্ষমা চেয়েছেন ট্রাম্প। বিবৃতিতে ট্রাম্প বলেন,‘আমি যা বলেছি এবং করেছি,তার জন্য আমি অনুশোচনায় ভুগছি। যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন,এসব কথা আমার সঙ্গে যায় না। আমি তা বলেছি,আমি ভুল ছিলাম,এজন্য আমি ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন,‘আমি কখনোই বলছি না,আমি একজন নিখুঁত মানুষ। যা আমি নই,তা হওয়ার চেষ্টাও আমি করিনি। আমি কেবল আগামী দিনে আরও ভালো একজন হতে চাই।’ ওই অডিও ফাঁসের পর ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার তীব্র নিন্দা জানান। তিনি টুইটারে লেখেন,‘এটা ভয়াবহ! আমরা এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে দিতে পারি না।’

ট্রাম্প তার বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, ‘প্রকৃতপক্ষে বিল ক্লিনটন নারীর প্রতি অবমাননা প্রদর্শন করেছেন। আর ওই নারীকে হিলারি গালাগালি করেছেন, আক্রমণ করেছেন,তাকে নিন্দা জানিয়েছেন।’

আগামী ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে এই অডিও ফাঁস ট্রাম্পের জন্য বড় বিপর্যয় আনতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি