X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নোবেল পুরস্কারের অর্থ দান করার ঘোষণা সান্তোসের

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৬, ১৪:৫২আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৪:৫৫
image

সেপ্টেম্বরে কলম্বিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কলম্বিয়ায় ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য নিজের অর্জিত নোবেল শান্তি পুরস্কারের অর্থ দান করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। সেই সংঘাত অবসানের লক্ষ্যে গত মাসে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে একটি শান্তিচুক্তিতে উপনীত হওয়ার কারণেই গত ৭ অক্টোবর তাকে শান্তিতে নোবেলজয়ী ঘোষণা করা হয়।
রবিবার, কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের চকো এলাকার বোজায়া শহরে গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট সান্তোস জানান, তিনি তার পুরস্কারের অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করবেন। কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ২৫ হাজার ডলার) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খরচের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ৫২ বছরের ওই সংঘাত ২ লাখ ৬০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর ৬০ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে হয়েছে। চার বছর ধরে আলোচনার পর গত সেপ্টেম্বরে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়া সরকারের শান্তিচুক্তি হয়। চুক্তিটি বাস্তবায়নের জন্য কলম্বিয়ার জনগণের সমর্থন প্রয়োজন ছিল। আর সেই প্রশ্নে জনগণের রায় জানতে গণভোট আয়োজন করা হলেও তার রায় শেষ পর্যন্ত সরকারের পক্ষে যায়নি। গণভোটে শান্তিচুক্তির বিপক্ষে রায় আসলেও মূলত ওই আলোচনার কারণেই কলম্বিয়ার রক্তাক্ত সংঘাত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে পেরেছে উল্লেখ করে সান্তোসকে নোবেলজয়ী ঘোষণা করে নোবেল কমিটি।
শান্তি চুক্তির মধ্যদিয়ে প্রায় ৫২ বছরের রক্তাক্ত সংঘাতের ইতি টানার ক্ষেত্রে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো এ দুজনেরই ভূমিকা ছিল। দুজনই চুক্তিতে স্বাক্ষর করেছেন। নোবেলজয়ীর সম্ভাব্য তালিকায় তাদের দুজনের নাম থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। কেন তাদের দুজনের মধ্যে পুরস্কার ভাগ করে দেওয়া হলো না তা জানতে চাওয়া হলে নোবেল কমিটির মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট হিসেবে শান্তি প্রক্রিয়ার রক্ষকের ভূমিকা পালন করেছেন সান্তোস। সান্তোসের ওই ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল দাবি করে নোবেল কমিটির মুখপাত্র বলেন, কলম্বিয়ায় অতীতেও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তবে সান্তোস সব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে নিতে পেরেছিলেন।

এদিকে গণভোটের রায় বিপক্ষে যাওয়ার পরও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন সান্তোস। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি