X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লোকসানের মুখে বন্ধ ‘ট্রাম্প তাজ মহল’

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ০৮:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০৯:২২

ট্রাম্প তাজ মহল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনো ‘ট্রাম্প তাজ মহল’ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৬টার কিছু আগে এটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে সর্বশেষ রবিবার ক্যাসিনোটিতে প্রবেশ করেন দর্শনার্থীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

লোকসানের মুখে বাধ্য হয়েই ক্যাসিনোটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু ও এই ক্যাসিনোর আরেক মালিক কার্ল ইচান। শেষদিকে মূলত কার্ল ইচান’ই ক্যাসিনোটি পরিচালনা করতেন।

সোমবার এক বিবৃতিতে কার্ল ইচান বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রতিষ্ঠানটিতে অব্যাহত লোকসান গুণতে হয়েছে। গত কয়েক বছরে আমাদের লোকসানের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। ফলে এ তাজ মহলটি রক্ষায় আমাদের আর সক্ষমতা ছিল না।

১৯৯০ সালে ভারতের আগ্রার তাজ মহলের অনুকরণে ‘ট্রাম্প তাজ মহল’ তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে গর্ববোধ করতেন তিনি।

যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রদেশের ক্যাসিনোর বাজারে এখন অবশ্য এমনিতেই মন্দা চলছে। ২০১৪ সাল থেকে একের পর ক্যাসিনো অর্থাভাবে অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সেই তালিকায় যোগ হলো ট্রাম্পের এই ক্যাসিনো। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় তিন হাজার কর্মী বেকার হয়ে পড়লেন।

স্বাস্থ্য বিমা ও সঠিক পেনশনের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। শ্রমিক হিসেবে প্রাপ্য যাবতীয় সুবিধা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা।

প্রসঙ্গত, ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের আপত্তিকর কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ার ঘটনায় এমনিতেই ব্যাপক চাপের মুখে আছেন এই ব্যবসায়ী কাম রাজনীতিক। এরইমধ্যে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিজ দলের অনেক প্রভাবশালী নেতা ও ডোনার। এরমধ্যেই দুই দফা প্রেসিডেন্সিয়াল বিতর্কে দুবারই হিলারির কাছে হার মানতে হয়েছে তাকে। এ তালিকায় সর্বশেষ সংযুক্তি দ্বিতীয় দফার বিতর্কে পরাজিত হওয়ার পর ‘ট্রাম্প তাজ মহল’ বন্ধ হয়ে যাওয়া।

/এমপি/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া