X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সেনা-সরকার বিরোধ নিয়ে প্রতিবেদন: পাকিস্তানি সাংবাদিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১২:১৪আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১২:১৪

সাইরিল আলমেইদা পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক সাইরিল আলমেইদাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের মধ্যকার বিরোধ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাইরিল আলমেইদা টুইটারে জানিয়েছেন, পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’-এ তার নাম রয়েছে বলে তাকে জানানো হয়েছে।

মঙ্গলবার আলমেইদার দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু সোমবার সন্ধ্যায় তাকে জানানো হয় যে, তাকে বিমানে উঠতে দেওয়া হবে না। আরেক টুইটে তিনি বলেন, ‘আমি ওই তালিকায় আছি। তালিকাটি আমি দেখেছি এবং আমাকে বলা হয়েছে বিমানবন্দরে না যেতে।’

পরে আবারও টুইট করেন তিনি। তাতে লিখেন, ‘দ্বিধা, দুঃখ। পাকিস্তান আমার বাড়ি। অন্য কোথাও যাওয়ার কোনও ইচ্ছা আমার নেই।’

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পত্রিকা প্রতিবেদনটির পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। পত্রিকাটি দাবি করেছে, তারা বিষয়টি সম্পর্কে যাচাই করার পরই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি’র সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর চিরবৈরী এ দুটি দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের অভ্যন্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার দাবি করে ভারত। যদিও এ দাবি অস্বীকার করেছে পাকিস্তান। তবে সীমান্ত সংঘর্ষে দুই দেশের সেনাদেরই হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধপ্রস্তুতির পাশাপাশি চলমান সংকট উত্তরণের উপায়ও খোঁজা হচ্ছে। এরইমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তারা আক্রমণাত্মক নীতিতে বিশ্বাস করেন না। এমন বাস্তবতায় পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে জঙ্গি দমনে সরকারকে কঠোর হওয়ার এবং সরকারের এ সংক্রান্ত কর্মকাণ্ডে সেনাবাহিনীকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

৮ অক্টোবর শুক্রবার পাকিস্তানের অন্যতম দৈনিক পত্রিকা ডন-এ আলমেইদার এ প্রতিবেদন প্রকাশিত হয়।  প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছে পাকিস্তান। এজন্য দেশটির বেসামরিক কর্তৃপক্ষের তরফ থেকে সেনাবাহিনীর প্রতি একটি বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ঠেকাতে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক