X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে আধাসামরিক বাহিনীর বহরে গ্রেনেড হামলা, আহত ৮

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১৩:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৪:৪৯

গ্রেনেড হামলায় আহত সিআরপিএফ সদস্য ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে আধাসামরিক টহল বাহিনীর গাড়ি বহরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাত বেসামরিক নাগরিক ও এক জওয়ান আহত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি গাড়ি বহর লক্ষ্য করে গ্রেনেডটি ছোড়া হয়। গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারী পালিয়ে গেছে।

কাশ্মিরের পাম্পোরে সরকারি একটি ভবন দখলকারী জঙ্গিদের সঙ্গে যখন ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা বন্দুকযুদ্ধ করছে এমন সময় এ গ্রেনেড হামলার ঘটনা ঘটলো। দখলের ২৪ ঘণ্টা পার হলেও এখনও জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে।

গত ফেব্রুয়ারি মাসে জঙ্গি হামলার শিকার হওয়া এক সরকারি ভবন পুনরায় দখল নেওয়ার একদিন পেরিয়ে গেলেও এখনও ভবনটির ভেতরে অবস্থান করছে জঙ্গিরা। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই জঙ্গিদের গুলি বিনিময় চলছে। সোমবার পুনরায় দখল নেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন।

মঙ্গলবার সকালেও ভবনের ভেতরে অবস্থান করা জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময় হচ্ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। মঙ্গলবার সকালে রকেট ও ভারি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গোলাগুলি হয়েছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবার রাত হয়ে যাওয়ায় অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হয়েছিল। তবে রাতে ফ্লাড লাইট জ্বালিয়ে রাখা হয় যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে।’

৭০ রুমের সাত তলা এ সরকারি ভবনটি পাম্পোরে ঝেলুম নদীর তীরে এবং শ্রীনগর সিটি সেন্টার থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। সোমবার ভবনটির দখল নেওয়ার জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ও এক পুলিশ আহত হয়েছেন।

জঙ্গিদের হটিয়ে ভবনটি দখলমুক্ত করতে সোমবার যৌথ অভিযান শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। এতে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

এর আগে ফেব্রুয়ারিতে ওই ভবন নিজেদের দখল নিয়ে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য এবং এক বেসামরিক মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা।

কাশ্মির প্রশ্নে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চূড়ান্ত তখন ধারাবাহিক জঙ্গি হামলার এই পর্যায়ে আবারও পাম্পোরের সরকারি ভবন আক্রান্ত হলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ কাশ্মির ভূস্বর্গের পাম্পোরের সরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়ন সংস্থা হামলা চালায় বন্দুকধারীরা। প্রতিষ্ঠানটিতে ঢুকে পড়ে ৩ অস্ত্রধারী। নজর এড়াতে প্রথমে বহুতল ভবনটিতে আগুন ধরিয়ে দেয় তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পাম্পোরে উদ্যোক্তা  উন্নয়ন সংস্থার সরকারি ভবনটিতে গোলাগুলির শব্দ শোনার পর ভবনটিকে ঘিরে ফেলে সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভবনের ভেতরে অন্তত ২ জঙ্গি লুকিয়ে আছে বলে নিজস্ব সূত্রে জানতে পেরেছে তারা।

উদ্যোক্তা উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটিতেই গত ফেব্রুয়ারি মাসে হামলা চালিয়েছিল ৩ অস্ত্রধারী। ৪৮ ঘণ্টা লড়াইয়ে সেই তিন জঙ্গিকে হত্যার মধ্য দিয়ে ভবনটিকে জঙ্গিমুক্ত করা হয়েছিল। ওই ঘটনায় ৫ জন নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি, আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে