X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাইতিতে ত্রাণ সরবরাহে মন্থর গতি, বিক্ষুব্ধ দুর্গতরা

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১৪:২২আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৪:২২

হাইতিতে ত্রাণ সরবরাহে মন্থর গতি, বিক্ষুব্ধ দুর্গতরা মার্কিন সামরিক বাহিনী ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা ঘূর্ণিঝড় কবলিত হাইতির দক্ষিণাঞ্চলে ত্রাণ সরবরাহ জোরদার করেছে। তবে সড়ক ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছন্ন হয়ে পড়ায় এবং অনাহারে থাকা স্থানীয় লোকজনের বাধার কারণে ত্রাণ সরবরাহ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

হারিকেন ম্যাথিউয়ের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলীয় তিবুরোন উপদ্বীপ লণ্ডভণ্ড হওয়ার এক সপ্তাহ পরও সাহায্য না পাওয়ায় হাইতির অনেক নাগরিক বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাদের অনেকে ত্রাণের আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।

জেরেমির উপকণ্ঠে বিমানবন্দরে পৌঁছানোর পর জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার কাউন্টি প্রতিনিধি জিয়ান-লুক পন্সেলেট বলেন, ‘হাইতির নাগরিকদের এমন হতাশার কারণ আমি বুঝেছি।’ তবে তিনি বলেন, হাইতির দক্ষিণ ও পশ্চিম উপদ্বীপে এ ঝড়ের আঘাত খুবই ভয়াবহ ছিল।

তিনি বলেন, ‘সড়কসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে ত্রাণ সরবরাহ বিলম্বিত হচ্ছে।’

হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে মার্কিন সামরিক হেলিকপ্টারের সাহায্যে ইতোমধ্যে ৪৭ মেট্রিক টন ত্রাণ আনা হয়েছে। ইউএসএইডের এসব ত্রাণ জেরেমি বিমানবন্দরে মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি হাইতিতে ত্রাণ সরবরাহের ক্ষেত্রে একই ধরণের জটিলতার কথা উল্লেখ করেছে। জাতিসংঘ জানায়, হাইতির প্রায় ১৪ লাখ লোকের জরুরি ত্রাণ সাহায্য প্রয়োজন।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স হাইতিতে হারিকেন ম্যাথিউ-এর আঘাতে নিহত হওয়া মানুষের সংখ্যা হাজার ছুঁয়েছে বলে জানিয়েছে। আল-জাজিরা জানিয়েছে, মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। চলছে নিহতদের শেষকৃত্য।

উল্লেখ্য, বুধবার হাইতির উপকূলে আঘাত হানে হারিকেন ম্যাথিউ। তখন বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার। সেই সঙ্গে আক্রান্ত এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ঝড় ও ভূমিধসে রাজধানী পোর্ট অব প্রিন্সের সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগ সড়কটি পুরোপুরি ধসে গেছে। 

রয়টার্সের পক্ষ থেকে ওই ঝড়ে ১০০০ মানুষের প্রাণহানির কথা বলা হলেও  দেশটির কেন্দ্রীয় নাগরিক সুরক্ষা সংস্থার সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩৩৬। হাইতির বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিহতের মোট সংখ্যা ও ধ্বংসের প্রকৃত চিত্র জানতে কর্মকর্তাদের আরও কিছুদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

হাইতিতে ত্রাণ সরবরাহে মন্থর গতি, বিক্ষুব্ধ দুর্গতরা

নিহতের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এরই মধ্যে নিহতদের গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কলেরা ছড়িয়ে পড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, এই শঙ্কার কারণে বিশুদ্ধ পানি ও খবার সরবরাহের ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

ম্যাথিউয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সড়কগুলোতে নৌকাসহ ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে গেছে। সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে। স্থগিত করা হয়েছে রবিবার অনুষ্ঠেয় হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর জেরেমির ৮০ শতাংশ ধ্বংস হয়েছে।  আকাশ থেকে নেওয়া সেখানকার ভিডিও ফুটেজে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া শত শত বাড়িঘর দেখা গেছে। চিকিৎসাকেন্দ্র এবং খাবারের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: রয়টার্স, এএফপি, আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা