X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সত্যিকারের দুর্ভিক্ষ’র ঝুঁকিতে হাইতি: অন্তর্বর্তী প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১৮:৩১আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৮:৩১
image

ম্যাথিউর কারণে হাইতির ৬০০০০-এরও বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়ে থাকতে হচ্ছে হারিকেন ম্যাথিউর ধ্বংসযজ্ঞের পর হাইতি এখন ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলেরমে প্রিভার্ট। পরিস্থিতি ঠিকমতো সামলানো না গেলে তিন-চার মাসের মধ্যেই সে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। হাইতির জন্য ‘ব্যাপক আকারে’ সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ প্রধান বান কি মুনের আহ্বানের পর প্রিভার্ট এমন আশঙ্কার কথা জানালেন।
গত সপ্তাহে হাইতির উপকূলে আঘাত হানে হারিকেন ম্যাথিউ। পুরোপুরি ধসে যায়। বেশ কয়েকটি শহর ও গ্রাম নিশ্চিহ্ণ হয়ে গেছে। হাজার হাজার বাড়ি-ঘর, শস্য ও খাদ্য সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে। ২০১০ সালে ভূমিকম্পের পর হাইতিতে যেভাবে কলেরা ছড়িয়ে পড়েছিল সেরকম করেই কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় নাগরিক সুরক্ষা সংস্থার সরকারি হিসেবে ম্যাথিউর কারণে মৃতের সংখ্যা ৩ শতাধিক বলে জানানো হলেও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা হাজার ছুঁয়েছে। হাইতির বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিহতের মোট সংখ্যা ও ধ্বংসের প্রকৃত চিত্র জানতে কর্মকর্তাদের আরও কিছুদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরবর্তী তিন মাসে হাইতির জনগণকে সহায়তার জন্য প্রায় ১২০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ।
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হাইতি
এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলেরমে প্রিভার্ট জানান, জরুরি ভিত্তিতে তার দেশের জনগণের জন্য খাদ্য, পানি ও ওষুধ দরকার। তিনি বলেন, ‘পরবর্তী প্রভাব মোকাবেলায় আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে তিন-চার মাস পর খাদ্য সংকট দেখা দেবে। আমরা অকল্পনীয় দুর্ভিক্ষের মুখোমুখি হব।’

‘প্রলয়ঙ্করী’ ধ্বংসযজ্ঞ দেখেছেন উল্লেখ করে প্রিভার্ট বলেন, ‘গতকাল আমি আমার চোখ দিয়ে যে বিধ্বস্ত অবস্থা দেখেছি তা পুনর্গঠন করতে অনেক কাজ করতে হবে।’

এর আগে সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শত শত মানুষ মারা গেছে। এ সময়ে অন্তত ১৪ লাখ মানুষের সহায়তা প্রয়োজন। কিছু শহর ও গ্রাম মানচিত্র থেকে প্রায় মুছে গেছে। শস্য ও খাদ্য গুদাম ধ্বংস হয়ে গেছে। অন্তত তিনশোটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পরবর্তী তিন মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হাইতির সাড়ে সাত লাখ মানুষের জন্য জীবনসুরক্ষামূলক সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!