X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে হুমকি বিবেচনা করছে চীন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ০৮:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৮:৩৭
image

এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে বেউজিং যে ভালো চোখে দেখে না, তা এবার সরাসরি জানিয়ে দিল চীন। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক এক আন্তর্জাতিক ফোরামে আঞ্চলিক ক্ষেত্রে ‘মার্কিন আগ্রাসন’-এর তীব্র সমালোচনা করেছে দেশটি। সেখানে দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ কোরিয়ায় থাড (টিএইচএএডি) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনেরও সমালোচনা করা হয় চীন পক্ষ থেকে।  এইসব তৎপরতাকে এশিয়ার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়।

৭ম জিয়াংশান ফোরাম

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনা কর্তৃপক্ষের নির্মিত দুটি কৃত্রিম দ্বীপের কাছে কয়েকবার সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চীনের মিত্র উত্তর কোরিয়ার চলমান পারমাণবিক পরীক্ষার পর মার্কিন কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনেরও ঘোষণা দিয়েছে। এ নিয়ে চীন-মার্কিন দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এশিয়ায় সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘হুমকিস্বরুপ’ বলে মনে করছে চীন।

মঙ্গলবার বেইজিং-এ অনুষ্ঠিত ৭ম বার্ষিক জিয়াংশান আঞ্চলিক প্রতিরক্ষা ফোরামে চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়াঙ্গুয়ান বলেন, ‘এশিয়ায় মার্কিন আগ্রাসন আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।’

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কিছু দেশ আছে, যারা সামরিক একাধিপত্ত নিশ্চিত করতে চায়। বিরতিহীনভাবে তারা তাদের সামরিক মিত্রতা শক্তিশালী করছে। অন্য দেশের নিরাপত্তার বিনিময়ে হলেও তারা নিজেদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে চায়।’

দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক মহড়া

কোরিয়ার দ্বন্দ্ব-সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরিয়া উপদ্বীপে দ্বন্দ্ব-সংঘাতের জটিল সমীকরণে তারা নিজেদের লাভ তুলছে, সে সম্পর্কেও আমরা অবগত আছি।’ দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনেরও চ্যাং সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা আগ্রাসনের অপর দিক, যা আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে।’

ফোরামে রাখা বক্তব্যে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট হোকে সতর্ক করে বলেন, ‘দক্ষিণ চীন সাগরে অনির্ধারিত জায়গার বিষয় সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে মার্কিন-চীন দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করবে, যা আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।’

এবার জিয়াংশান ফোরামের বার্ষিক সভার স্লোগান ছিল, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপের মধ্য দিয়ে এক নতুন ধরণের আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণ’। তিন দিনব্যাপী বার্ষিক সভা শুরু হয় ১০ অক্টোবর। ফোরামে প্রায় ৬৪টি দেশের ৪০০ প্রতিনিধি অংশ নেন। যার মধ্যে ৩৫০ জনই বিদেশি প্রতিনিধি।

সূত্র: এএফপি।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
সর্বশেষ খবর
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী