X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ ছাড়ার ঘোষণা মালদ্বীপের

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৬, ২১:২৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২১:২৪
image

চলতি মাসের শুরুতে সৌদি আরব সফরে যান মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন দুর্নীতি ও মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য প্রচণ্ড চাপের মুখে থাকার পর অবশেষে ৫৩ রাষ্ট্রবিশিষ্ট জোট কমনওয়েলথ থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, কমনওয়েলথের কার্যনির্বাহী কর্তৃপক্ষ (সিএমএজি) তাদের সঙ্গে ‘অন্যায়’ ও ‘অশোভন’ আচরণ করেছে। কমনওয়েলথ থেকে সদস্যপদ বাতিলের জন্য বৃহস্পতিবার নেওয়া সিদ্ধান্তটিকে ‘কঠিন তবে অত্যাবশ্যক’ বলে উল্লেখ করেছে মালদ্বীপ সরকার।
উল্লেখ্য, ২০১২ সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ক্ষমতাচ্যুতির পর থেকে কমনওয়েলথের কার্যনির্বাহী কর্তৃপক্ষের (সিএমএজি) চাপের মুখে রয়েছে মালদ্বীপ সরকার। নাশিদের সমর্থকদের দাবি, সেটি অভ্যুত্থান ছিল। গত ২৩ সেপ্টেম্বর মালদ্বীপ সরকারকে নোটিশ দেয় সিএমএজি। বলা হয়, বিচার বিভাগে হস্তক্ষেপ করায় বিরোধী নেতাদের আটক ও বিচার নিয়ে যে উদ্বেগ রয়েছে তা ছয় মাসের মধ্যে মীমাংসা করতে। নাশিদের ক্ষমতাচ্যুতির পর থেকে তিনবার মালদ্বীপকে আংশিক কিংবা পুরোপুরিভাবে কমনওয়েলথ থেকে সাময়িক বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল।
সেপ্টেম্বরে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ(সিএইচআরআই)-এর এক প্রতিবেদনেও মালদ্বীপে মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের (বিচারবিভাগ, পুলিশসহ) অপব্যবহারের আরও প্রমাণ তুলে ধরা হয়। এমন প্রেক্ষাপটে মালদ্বীপের ওপর চাপ ক্রমাগত জোরালো হতে থাকে। তবে মালদ্বীপ সরকারের অভিযোগ, কমনওয়েলথ মূলত আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে এবং নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্যই গণতন্ত্র উন্নয়নের নামে মালদ্বীপকে লক্ষ্যবস্তু করেছে।

/এফইউ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন