X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে কিভাবে অভিযোগ করেন আপনারা?’

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ০৯:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১১:২৪
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিকভাবে প্রত্যেক দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ তা বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রমাগত চীনের দিকে ঝুঁকে পড়ছে বলে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর পক্ষ থেকে অভিযোগ করা হলে তা নাকচ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শুক্রবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য হিন্দু। ওই সাক্ষাৎকার গ্রহণের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের প্রসঙ্গ উঠে আসে। তুলনামূলকভাবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে চীনের চেয়ে ভারত পিছিয়ে আছে দাবি করে প্রধানমন্ত্রীর কাছে দ্য হিন্দুর পক্ষ থেকে তার কারণ জানতে চাওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যিকার অর্থে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বেড়েছে, বিশেষ করে ভারত আমাদেরকে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা (২০০৭-০৮) দেওয়ার পর সে বাণিজ্য জোরালো হয়েছে। অতীতে আমরা ভারত থেকে খাদ্যশস্য আমদানি করতাম, কিন্তু এখন আমাদের প্রয়োজনমাফিক খাদ্যশস্য রয়েছে। আর তাই বাণিজ্য কমে যাওয়ার ক্ষেত্রে সেটি একটি কারণ হতে পারে। কিন্তু আমাদের অনেক অভোগ্য পণ্য, মেশিন, তুলা এখনও ভারত থেকে আমদানি হচ্ছে। আমাদের সম্পর্ক ভালো এবং তা ক্রমাগত বাড়বে।’
তারপরও চীনের তুলনায় ভারতের সঙ্গে বাণিজ্য কম কেন তা আবারও হিন্দুর পক্ষ থেকে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, এটি বেসরকারি খাতের ওপর নির্ভর করে। কোন দেশ থেকে তারা পণ্য কিনতে চায় তা তারাই নির্ধারণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চীনের দিকে বাংলাদেশ ঝুঁকে পড়ছে দাবি করে এ ব্যাপারে ভারতের উদ্বেগের বৈধতা আদায়ের চেষ্টা করে দ্য হিন্দু। তবে সে অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভারত ও বাংলাদেশের মধ্যকার ভালো সম্পর্কের কথা বলেছেন। আপনাদের যদি সেটা মনে হয়ে থাকে, তাহলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে কী করে অভিযোগ করতে পারেন? না, আমাদের নীতিমালা খুব পরিষ্কার। আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তা বজায় রাখতে চাই। আমি বিশ্বাস করি সুসম্পর্কের জন্য কানেকটিভিটি খুব গুরুত্বপূর্ণ। আমরা বিআইএন নেটওয়ার্ক স্থাপন করেছি এবং এর ফলে ভুটান, ভারত এবং নেপালের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে। চীন, ভারত আর মিয়ানমারের সঙ্গেও আমরা বিসিআইএম অর্থনৈতিক করিডোর স্থাপন করেছি যেন আমরা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে পারি। আর তাতে আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমাদের জনসাধারণের ক্রয়ক্ষমতা বাড়বে। আর তাতে আমাদের অঞ্চলে সবচেয়ে লাভবান কে হবে? ভারত। বাংলাদেশের বাজারে ভারতই বেশি সুবিধা নিতে পারে। আপনাদের সেটা অনুধাবন করা প্রয়োজন।’

/এফইউ/

 

 

 

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী