X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৫০০ কোটি ডলারে রুশ ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা ভারতের

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৫৭
image

 

রুশ ক্ষেপনাস্ত্র এস ৪০০ রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কিনছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর এক খবরে বলা হয়েছে, আজ (রবিবার) ব্রিকস সম্মেলন চলাকালে এক পার্শ্ব বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ৫০০ কোটি ডলারেরও বেশি টাকায় ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত।

উল্লেখ্য, যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটির। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এর মধ্য দিয়ে ভারতীয় আকাশসীমা আরও দুর্ভেদ্য হয়ে উঠবে।

রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কেনার বিষয়ে ভারতের কথা চলছিলো অনেক দিন থেকেই। তবে প্রথমে ভারতকে এই বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি ছিল না রাশিয়া। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের সংবাদমাধ্যমগুলো গতকালই জানিয়ে দেয়, সিদ্ধান্ত পাল্টিয়েছে মস্কো। রুশ সংবাদমাধ্যম আরটি-ও পুতিন-ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করে। সেইসব খবর থেকে জানা যায়, মস্কোর মন বদলেছে।এস-৪০০ ট্রায়াম্ফ ভারতকে বিক্রি করার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেই রুশ প্রেসিডেন্ট দেশে ফিরবেন।

  রুশ ক্ষেপনাস্ত্র এস-৪০০ (২)

আর রবিবার ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনের পার্শ্ব বৈঠকে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি টাকায় রুশ ক্ষেপনাস্ত্র কেনার ব্যাপারে সম্মত হয় ভারত। ইকোনমিক টাইমস এই ক্ষেপনাস্ত্রকে ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেছে।

এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যে সব সীমান্তে প্রতিপক্ষের আগ্রাসন রয়েছে তথা আকাশসীমা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব সীমান্তেই প্রথমে মোতায়েন করা হবে এস-৪০০ ট্রায়াম্ফ। দেশের বিভিন্ন উচ্চ গুরুত্বের পরিকাঠামো, গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং পরমাণু কেন্দ্রগুলিকেও নিরাপত্তার প্রশস্ত আচ্ছাদনে ঘিরে রাখবে এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো।

/বিএ/

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়