X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আইএসের শক্তিশালী ঘাঁটি দাবিক দখলের দাবি সিরীয় বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৪৩

আইএসের শক্তিশালী ঘাঁটি দাবিক দখলের দাবি সিরীয় বিদ্রোহীদের ইসলামিক স্টেট (আইএস)-এর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার দাবিক শহর দখলের দাবি করেছে তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের এ দাবিকে সমর্থন জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থাও। এই দাবিক শহরটি আইএসের প্রচারণায় বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হতো।  

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস সদস্যরা দাবিক শহর ছেড়ে গেলে বিদ্রোহীরা এর দখল নেয়। দাবিক শহর রক্ষায় আইএসের ১২০০ যোদ্ধা ছিল।

তবে হামজা ব্রিগেডের এক কমান্ডার সাইফ আবু বকর জানিয়েছেন, আইএসের প্রতিরোধ ছিল ন্যুনতম মাত্রার।  দাবিক ছেড়ে আইএস যোদ্ধারা দক্ষিণের শহর আল-বাবের দিকে এগিয়ে যাচ্ছে।

বিদ্রোহীদের ট্যাংক ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তুরস্ক। দাবিক শহর তুরস্ক সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে সুলতান মুরাদ নামে আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার আহমেদ ওসমান জানান, বিদ্রোহীরা সোরান গ্রামটিও পুনর্দখল করেছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার চলমান গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করতে লন্ডনে এক বৈঠকে অংশ নিচ্ছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের আয়োজনে এ বৈঠকে আরও যোগ দিচ্ছেন ফরাসী ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

লন্ডনের বৈঠকে কেরি নতুন শান্তি পরিকল্পনা উপস্থাপন না করলেও ভিন্ন কিছু ধারণা তুলে ধরবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে শনিবার কেরি সুইজারল্যান্ডে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং সৌদি আরব, ইরান ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

গত মাসে মাত্র কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় শুরু হওয়া অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর নতুন করে এ কূটনৈতিক তৎপরতা শুরু হলো।

অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর রাশিয়ার সমর্থনে সিরিয়ান বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলোপ্পোয় ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক নিহত হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা