X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জঙ্গি সন্দেহে কাশ্মিরের বারামুল্লায় আটক ৪৪

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৪:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:২৮
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লা জেলায় জঙ্গি সন্দেহে ৪৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান

সোমবার উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার পুরাতন শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই ৪৪ জনকে আটক করে। সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশের সমন্বয়ে চালানো ওই অভিযানে পেট্রোল বোমা, চীনা ও পাকিস্তানি পতাকা, লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মোহাম্মদের দলিল-পত্র, অবৈধ মোবাইল ফোন এবং অন্যান্য ‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল মনীষ কুমার জানিয়েছেন।

১০টি আবাসিক এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানাও ধ্বংস করা হয়েছে বলেও মনীষ কুমার জানান।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে ভারতী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টার দিকে যৌথ বাহিনী পুরনো শহরে প্রবেশ করে। স্থানীয় লোকজনকে বাড়িতে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়। এরপরই চলে বাড়ি বাড়ি তল্লাশি।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান

এক স্থানীয় অধিবাসী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িয়ে ঢুকে তরুণদের ডেকে ডেকে দেখছিল, তাদের শরীরে পেলেট গানের ক্ষত রয়েছে কিনা। যাদের শরীরে আঘাত পেয়েছে, তাদেরই আটক করা হয়েছে। গত এক দশকের মধ্যে বারামুল্লা জেলায় এটাই সবচেয়ে বড় মাপের অভিযান।

তবে পুলিশের দাবি, জঙ্গিদের ধরতেই এই অভিযান চালানো হয়। জেলার এসএসপি ইমতিয়াজ হুসেইন মীর বলেন, ‘আমাদের কাছে ওই এলাকায় জঙ্গি উপস্থিতির তথ্য রয়েছে।’ ওই অভিযানটিকে জঙ্গি-বিরোধী অভিযান বলে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘ওই এলাকা থেকে কয়েকজন শরণার্থী জয়েশ-ই-মোহাম্মদ জঙ্গিকে আটক করা হয়েছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া