behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মার্কিনবিরোধী বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিল পুলিশ (ভিডিও)

বিদেশ ডেস্ক২২:৪৯, অক্টোবর ১৯, ২০১৬

মার্কিনবিরোধী এক বিক্ষোভ সমাবেশে নৃশংসতার ভয়াবহ নজির প্রতিষ্ঠা করল ফিলিপাইনের পুলিশ। যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতির অবসান ঘটানোর দাবিতে ম্যানিলার মার্কিন দূতাবাসে সংঘটিত বুধবারের এক বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া জনতার ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের দমন করতে তাদের ওপর পুলিশি ভ্যান তুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

বিবিসির খবরেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানাতে পারেনি ওই সংবাদমাধ্যম। ঘটনার ভিডিওচিত্র প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

পুলিশি ভ্যানে বিক্ষোভ দমনের চেষ্টা

উল্লেখ্য,মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমেই ফুঁসে উঠছে ফিলিপাইনের জনতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন-ফিলিপাইন সামরিক সম্পর্ক শিথিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রেসিডেন্ট দুয়ার্তের আহ্বানের সমর্থনেই রাজধানী ম্যানিলার রাস্তায় নেমেছেন হাজারো জনতা। ফিলিপাইন পুলিশের বরাত দিয়ে বিক্ষোভস্থল থেকে ২৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে আল জাজিরা।
বিক্ষোভ চলাকালে জনতা পুলিশ সংঘর্ষ-১
উল্লেখ্য,  স্থানীয় গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের উপদেষ্টা হিসেবে ২০০২ সালে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হয়। ২০১৫ সালে বাতিল হয় সেই কর্মসূচি। তা সত্ত্বেও সেখানে এখনও মার্কিন সেনা রয়ে গেছে। সম্প্রতি ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওবামার মন্তব্য এবং তার প্রতিক্রিয়ায় ওবামাকে মা তুলে গাল দেওয়ার প্রেক্ষিতে শিথিল হতে থাকে ফিলিপাইন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। এই বাস্তবতায় গত মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে মিন্দানাও দ্বীপপুঞ্জ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

ফিলিপাইনের সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক। তবে জনতার একাংশের দাবি,  তাদের দেশে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতির অবসান ঘটাতে হবে। বুধবার তাউ দুয়ার্তের সমর্থনে হাজার হাজার মানুষ সেনা প্রত্যাহারের দাবিতে রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল যাতে ফিলিপাইন থেকে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি জানানো হয়।

ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে গত মাসে একই ধরনের বিক্ষোভ চলাকালে সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।
গার্ডিয়ানের সেই ভিডিও:  

/বিএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ