behind the news
Vision Led ad on bangla Tribune

ব্রিটিশ সেনার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

বিদেশ ডেস্ক২৩:৫২, অক্টোবর ১৯, ২০১৬

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন এক ব্রিটিশ সেনাসদস্য। ওই পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। আর এ ছবি নিয়েই যত বিতর্ক আর সমালোচনা। কারণ ছবিটিতে ওই সেনাকে দেখা যায় জঙ্গলের মধ্যে ‘কালো মুখমণ্ডলের’ ছদ্মবেশে। এ ঘটনায় তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন টুইটার ব্যবহারকারীরা।

ওই টুইট বার্তায় তিনি লিখেছিলেন, জঙ্গলের একজন সেনার মধ্যে ব্যাপক রসাত্মবোধ থাকা প্রয়োজন। এর সঙ্গে তিনি জুড়ে দেন একটি ছবি। এতে দেখা যায়, বন্দুক তাক করে থাকা কালো মুখাবয়বের এক সেনার ইউনিফর্ম পরা ছবি।

বুধবার সকালে টুইটারে পোস্টটি দেওয়া হয়। তবে ব্যাপক সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই সেটি ডিলিট করে দেওয়া হয়।

ওই সেনাসদস্যের এমন মুখাবয়বে টুইট করার ঘটনাকে ‘অপরাধমূলক নোংরামি’ হিসেবে অভিহিত করেছেন একজন সমালোচক। অন্য অনেকে এটাকে স্রেফ বর্ণবাদ হিসেবে দেখছেন।

ব্রিটিশ সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ওই টুইটে বেলিজের জঙ্গলে একজন ছদ্মবেশ পরা সেনার ছবি দেখা গেছে। আমরা দেখছি কিভাবে এ টুইটটির অপব্যাখ্যা করা হতে পারে। দ্রুত এটি  মুছে ফেলা হয়েছে। এটা কোনও অপরাধের কারণ হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ