X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

পরাজিত হলে ফলাফল না মানার ইঙ্গিত ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১১:০৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১১:০৬
image

আগে থেকেই নির্বাচনে কারচুপির দাবি করে আসা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তৃতীয় ও সর্বশেষ নির্বাচনি বিতর্কেও (প্রেসিডেন্সিয়াল ডিবেট) সেই অবস্থান বজায় রেখে ফলাফল না মেনে নেওয়ার ইঙ্গিতই দিয়েছেন।

সর্বশেষ নির্বাচনি বিতর্কে ট্রাম্প-হিলারি

নির্বাচনি বিতর্কে ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্বাচনের ফলাফল যথাযথ হয় কিনা, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে তিনি সরাসরি নির্বাচনের ফলাফল গ্রহণ বা বর্জনের কথা উল্লেখ না করে বলেন, ‘আমি এখন আপনাকে বলতে পারি, আমি আপনাদের উত্তেজনার মধ্যেই রাখছি।’   

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি জানান, ট্রাম্পের এই অবস্থান জেনে তিনি ‘হতভম্ব’ হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘তিনি আমাদের গণতন্ত্রকে কলঙ্কিত করছেন, অবমাননা করছেন। আমাদের দুটি বৃহৎ পার্টির কোনও প্রতিদ্বন্দ্বীর এমন অবস্থান জেনে আমি হতভম্ব হয়ে গেছি।’

আগে থেকেই ট্রাম্প অভিযোগ করে আসছেন, ‘এবারের নির্বাচনে ১০ বছর আগে মারা যাওয়া ব্যক্তিও ভোট দেবেন।’ তিনি আরও অভিযোগ করেন, ‘এখানে এমন সব মানুষ ভোট দিচ্ছেন, যারা এমনকি আমাদের দেশের নাগরিকও নন।’

রিপাবলিকান শিবির থেকেও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা আসার পর সোমবার (১৭ অক্টোবর) এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘নির্বাচনের দিন এবং তার আগে অবশ্যই বড় মাপের জালিয়াতি হচ্ছে। রিপাবলিকান নেতারা তা এড়িয়ে যাচ্ছেন কেন? নির্বুদ্ধিতা!’

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ চ্যানেলের ক্রিস ওয়ালেস।

বিতর্কে নারী ও এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের পক্ষে নিজের অবস্থানের কথা জানান হিলারি ক্লিনটন। নাগরিকদের অস্ত্র রাখার অধিকারের পক্ষে নিজের অঙ্গীকারের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে বৈধ করার যে রুলিং রয়েছে সেটি পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

বিতর্কে দুই প্রার্থীর পাল্টাপাল্টি আক্রমণের মাঝেই হিলারি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ট্রাম্প তার একজন ‘পুতুল মাত্র’। বিপরীতে হিলারি ক্লিনটনকেও ‘পুতুল’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি হিলারিকে একজন ‘নোংরা মহিলা’ বলেও মন্তব্য করেন।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ