X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে কাশ্মিরে ১২ সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১৩:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:০৬
image

জুলাই থেকে কাশ্মিরের সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করল জম্মু-কাশ্মিরের সরকার। বরখাস্ত হওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে রাজ্যে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া একই অভিযোগে আরও ১০০ জনেরও বেশি কর্মকর্তাকে নজরদারির আওতায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় গতকাল দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ওই ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। বরখাস্তকৃতরা বিভিন্ন সরকারি বিভাগের মাঝামাঝি পর্যায়ের কর্মকর্তা। তাদের মধ্যে ভূমি রাজস্ব রেকর্ডকারী কর্মকর্তা ও শিক্ষকও রয়েছেন। এছাড়াও জনস্বাস্থ্য, কারিগরি এবং খাদ্য দফতরের কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।
রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৈরি করা এক প্রতিবেদনের ভিত্তিতে কাশ্মির সরকার তাদের চাকরিচ্যুত করে। বরখাস্তকৃতদের বেশ কয়েকজনের বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অর্থাৎ এর আওতায় তাদেরকে বিনা বিচারে ছয় মাস কারাগারে আটকে রাখা যাবে।
কাশ্মিরে গত ২৬ বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হলো। ১৯৯০ সালে কাশ্মিরে স্বাধীনতার দাবিতে আন্দোলনরতদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছিল। এদের মধ্যে তখনকার আবগারি বিভাগের ডেপুটি কমিশনার নাঈম আখতারও ছিলেন। এর প্রতিবাদে কাশ্মিরের সরকারি কর্মীরা তিন মাস বনধ পালন করেছিলেন। নাঈম আখতার বর্তমানে মেহবুবা মুফতি সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহানের নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে মানুষ। আর তাদের দমন করতে গুলি করতে থাকে ভারতের সরকারি বাহিনী। সেই থেকে আজও পর্যন্ত কাশ্মিরে অচলাবস্থা বিরাজ করছে। সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১২০০রও বেশি মানুষ।  শান্তি বিনষ্ট করার অভিযোগ এনে ৯ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। আর সাড়ে চারশোরও বেশি মানুষকে জননিরাপত্তা আইনে আটকে রাখা হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া