X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মসুলে আইএসবিরোধী গুপ্ত জঙ্গি সংগঠনের উত্থানের ইঙ্গিত

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১৫:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৬:১১

মসুলে আইএসবিরোধী গুপ্ত জঙ্গি সংগঠনের উত্থানের ইঙ্গিত মার্কিন বাহিনীর পৃষ্ঠপোষকতায় কুর্দিদের নিয়ে মসুলে ইরাকের সরকারি বাহিনী চলমান অভিযানে সফলতার বিপরীতেই এক নতুন আশঙ্কা তৈরি হয়েছে। অভিযান শুরুর পর থেকেই আইএস নেতারা সপরিবারে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে মসুল থেকে আইএস বিতাড়িত হলেও সেখানে খুঁটি গেঁড়ে বসতে পারে আইএস বিরোধী একটি গ্রুপ। এমনটাই  মনে করছেন আইএস নিয়ন্ত্রিত মসুল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরা। তারা বলছেন, গত ছয় মাসে ওই গ্রুপটির প্রসার ঘটেছে।

এরইমধ্যে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ফালাহ মুস্তাফা বাকির আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মসুল অভিযান কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে। কারণ এখানে জয়লাভের বিষয়টি নির্ভর করছে জঙ্গিদের মনোবলের ওপর।

মসুলের স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি গুপ্ত জঙ্ গোষ্ঠী সংগঠিত হচ্ছে। পর্যাপ্ত শক্তি সংগ্রহ করে আইএসকে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করছে তারা।

চলতি সপ্তাহেই একটি পেশমার্গা চেকপয়েন্টে হাজির হয়েছিলেন এক পরিবারের দুই সদস্য। দ্য গার্ডিয়ানকে তারা জানান, কিভাবে গোপনে সংগঠিত হওয়া যায়- এ ব্যাপারে তারা প্রশিক্ষণ নিয়েছেন। শহরের অন্যান্য অংশের বিদ্রোহীরা বিদ্রোহ করতে প্রস্তুত রয়েছে। তাদের পরিবারের সদস্যদের রাখা হয়েছে আইএসের হাত থেকে পালিয়ে আসা ব্যক্তিদের ব্যবহৃত ইরবিলের একটি জায়গায়।

বুধবার ওই দুই ব্যক্তি জানান, ‘সেখানকার লোকজন আমাদের সমর্থন করেন। কিন্তু আমরা বলতে পারবো না তারা কারা। এটা খুব উল্লেখযোগ্য সংখ্যক কিছু নয়, কিন্তু এটা ঘটছে।’

এমনিতেই এমন গুঞ্জন রয়েছে যে, গ্রীষ্মের গোড়া থেকেই স্থানীয়ভাবে আইএসের বিরুদ্ধে একটি বিদ্রোহ দানা বাধে। সংঘাত নিকটবর্তী হলে এটা আরও তীব্র হয়।

আইএস বিরোধী গ্রুপটির হাতে পর্যাপ্ত গোলাবারুদ থাকার গুঞ্জন বা একটা আসন্ন বিদ্রোহের পক্ষে অবশ্য কোনও দালিলিক প্রমাণ নেই। বলা হচ্ছে, স্থানীয় সমর্থন হ্রাস পাওয়ায় লড়াই অন্য মাত্রায় রূপ নিয়েছে।

আবু জামিল নামের এক ব্যক্তি নিজেকে ইরাকি গোয়েন্দা সংস্থার একজন সাবেক কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তিনি নিজেও আইএসের বিরুদ্ধে এই প্রতিরোধ সেলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে আইএসের হাতে পিতার মৃত্যুর পর আশানুরূপ সহায়তা না পাওয়া তিনি তাদের ত্যাগ করতে বাধ্য হন।

আবু জামিল বলেন, ‘আমি এটা বলবো না যে, এটা একটা ব্যাপক আন্দোলন। আমরা তাদের কৌশল নিয়ে গবেষণা করেছি।’

/এমপি/বিএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা