X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর, সমালোচনায় জার্মানি-ফ্রান্স

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ২০:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২১:০১

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর, সমালোচনায় জার্মানি-ফ্রান্স

সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার থেকে বিদ্রোহীদের অধিকৃত আলেপ্পো নগরী ত্যাগ করতে দেওয়ার উদ্দেশ্যে অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।বিদ্রোহীদের দাবি, তাদের আত্মসমর্পণ করার জন্য মানসিক চাপ দেয়ার জন্যই এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুস্তান আল-কাসর ও উত্তর আলেপ্পোর ক্যাস্টেলো রোডের কাছে দুটো করিডোর তৈরি করা হয়েছে যেন বিদ্রোহীরা বের হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে ওই করিডোরের কাছে সবুজ বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিদ্রোহী অধিকৃত আলেপ্পোতে রাশিয়ান ও সিরিয়ান বোমা হামলা গত কয়েক সপ্তাহে বেশ কিছু হাসপাতাল,বেকারি ও পানির পাম্প ক্ষতিগ্রস্ত হয় ও শত শত সাধারণ নাগরিক নিহত হয়।

বুধবার রাতে ফ্রান্স ও জার্মানির নেতারা সিরিয়ায় বোমা হামলা অব্যাহত রাখার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল সিরিয়ার বোমা হামলাকে ‘অমানবিক ও নিষ্ঠুর’ বলে অভিহিত করেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে বলেন, ‘আলেপ্পোতে যা ঘটছে তা যুদ্ধাপরাধ। আমাদের প্রথম দাবি, সিরিয়ার শাসক ও তাদের পৃষ্ঠপোষক (রাশিয়া)দের এই বোমা হামলা বন্ধ করতে হবে।’      

উভয় নেতাই হুশিয়ারি জানিয়ে বলেন, তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে বাধ্য হবেন। ইইউ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে তারা এই সাবধানবাণী উচ্চারণ করেন। এই সম্মেলনে সিরিয়া যুদ্ধে রাশিয়ার ভূমিকা আলোচনা করা হবে।

ওলাঁদে এক প্রেস কনফারেন্সে বলেন, ‘যা কিছুই হুমকি দিতে সক্ষম, তা-ই কাজ করার কথা।’ তার এই বক্তব্যে যোগ দিয়ে মারকেল বলেন, ‘আমরা এই বিকল্প ছাড়তে পারি না।’    

ওলাঁদে বলেন, পুতিন বৃহস্পতিবারের সাময়িক অস্ত্রবিরতি ১১ ঘণ্টা পর্যন্ত বর্ধিত করতে পারেন। তিনি আরও বলেন, ‘আমরা বৈঠকের পর এই অস্ত্রবিরতি বর্ধিত করা হতে পারে বলেই ধারণা করছি। কিন্তু এটা নির্ভর করবে সিরিয়ার শাসকগোষ্ঠী ও রাশিয়ার ওপর।’   

ওলাঁদে বলেন, অল্প কয়েক ঘণ্টার অস্ত্রবিরতি ত্রাণ পৌঁছানো ও নাগরিকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার জন্য যথেষ্ট নয়।  

এই সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী দাবি করে, এই সাময়িক অস্ত্রবিরতিতে আটকে পড়া নাগরিকরা নিরাপদ স্থানে সরে যেতে পারবেন ও বিদ্রোহীরাও নগরী ত্যাগ করতে পারবে।  

কিন্তু বিদ্রোহীদের দাবি, পুরো নগরী অধিকার করার উদ্দেশ্যেই নাগরিকদের সরিয়ে দিতে চাইছে মস্কো ও বাশার আল-আসাদ সরকার।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/ 

সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও