X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বব ডিলানের ওয়েবসাইট থেকে মুছে গেলো নোবেল জয়ের তথ্য

ফাহমিদা উর্ণি
২১ অক্টোবর ২০১৬, ১৫:২১আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৬:২২
image

বব ডিলান নোবেল জয়ের ব্যাপারে মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান নীরব ভূমিকা পালন করলেও গত ১৭ অক্টোবর তার ওয়েবসাইটে নোবেল জয়ের তথ্য সংযুক্ত হওয়ায় আশাবাদী হয়ে ওঠেন কৌতুহলীরা। এর মধ্য দিয়ে ডিলান পরোক্ষে নোবেল জয়কে স্বীকৃতি দিচ্ছেন বলে মনে করা হচ্ছিলো। ভাবা হচ্ছিলো হয়তো এ নিয়ে সবার কৌতুহলের অবসান হতে যাচ্ছে। শিগগিরই হয়তো এ নিয়ে মুখ খুলবেন ডিলান। কিন্তু সেই কৌতুহল অবসানের বদলে নতুন কৌতুহল যুক্ত হয়েছে। কেননা, ডিলানের ওয়েবসাইট থেকে তাকে ‘সাহিত্যে নোবেলজয়ী’ হিসেবে উল্লেখ করা বাক্যটি সরিয়ে ফেলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে। এর আগে, গার্ডিয়ানই জানিয়েছিল, বব ডিলানের ওয়েবসাইটে তার নোবেল পাওয়ার তথ্যটি যুক্ত করার খবর।
সঙ্গীতের ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্ছনা তৈরির জন্য গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলান। কিন্তু এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না নোবেল কমিটি। ডিলানকে ফোন করা হয়েছে, ধরেননি। প্রতিনিধি পাঠিয়েছে নোবেল কমিটি। কিন্তু ডিলান নাকি তাদের কারও সঙ্গে দেখা করতে চাননি। বব ডিলানও নোবেল জয়ের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাননি। তার ওয়েবসাইটেও এ ব্যাপারে নতুন তথ্য সংযুক্ত করা হচ্ছিল না। এমনকি নোবেল জয়ের পর লাস ভেগাসের কনসার্টে অংশ নিয়ে দর্শক মাতিয়ে দিলেও, সেই ডিলানের মুখে এক বারও শোনা যায়নি নোবেল কমিটি তাকে এ বছরের সাহিত্য পুরস্কার বিজয়ী বলে ঘোষণা করেছে।  তাহলে কি  এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী বব ডিলানের বিশ্বের সর্বোচ্চ সম্মাননা নিতে কোনও আপত্তি আছে? তিনি কি নোবেল পুরস্কার নিতে চাইছেন না? এমন নানা প্রশ্ন ও কৌতুহল জন্মেছে ভক্তদের মনে।

ওয়েবসাইটে নোবেলজয়ী উল্লেখ করার পরের ছবি
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২০ অক্টোবর) গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বব ডিলানের ওয়েবসাইটে এ সংগীতশিল্পের ব্যক্তিগত তথ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে বব ডিলানকে ‘সাহিত্যে নোবেলজয়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ওয়েবসাইটটিতে মূলত ডিলানের রচিত নতুন নতুন গানের বইগুলো সম্পর্কে জানানো হয়ে থাকে।

তবে শুক্রবার (২১ অক্টোবর) পাল্টে যায় পরিস্থিতি। এদিন গার্ডিয়ানে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, বব ডিলানের ওয়েবসাইটে যে তথ্যটি যুক্ত করা হয়েছিল তা সরিয়ে ফেলা হয়েছে। হতে পারে, বব ডিলান তথ্য সংযুক্তি কিংবা সরিয়ে ফেলার কিছু জানেন না। আবার এও হতে পারে তিনি সংযুক্তির কথা জানতেন না, তা জানতে পেরে সরিয়ে ফেলতে বলেছেন। তাহলে কী তার ইচ্ছে? শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে? তা নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে।

ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে ফেলার পর নোবেল কমিটি বলছে, একবার কারও নাম ঘোষণা হয়ে গেলে নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়া যায় না বা তা বাতিল হয়ে যায় না। বব ডিলান ওই পুরস্কার নিন বা না নিন, তার নামেই ওই পুরস্কার ও তার নগদ অর্থমূল্য রাখা থাকে।

সুইডিশ অ্যাকাডেমির পার্মানেন্ট সেক্রেটারি সারা ডানিয়াস বলেছেন, ‘ডিলান যদি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির না হতে চান, তবে তিনি না আসতে পারেন। তার পরেও তার সম্মানে একটি বড় পার্টি হবে । সম্মাননাটাও তারই থাকবে।’

অতীতেও দেখা গেছে যারা নোবেল পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের নাম তালিকায় রেখে দিয়েছে নোবেল কমিটি।

উল্লেখ্য, ডিলানকে বলা হয় রক গানের বিদ্রোহী রাজা। গত পঞ্চাশ বছর ধরে জীবনের জন্য গান গেয়ে যাচ্ছেন তিনি। কেবল সঙ্গীতজ্ঞ নন তিনি, একইসাথে ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের কর্মী এবং যুদ্ধবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর। ডিলানের গানের কথা মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। এই শিল্পী, গীতিকার খ্যাতির তুঙ্গে পৌঁছান গত ষটকের ষাটের দশকে। হাতে গিটার আর গলায় ঝোলানো হারমোনিকা হয়ে ওঠে তার ট্রেডমার্ক। সে সময় তার ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ আর ‘দ্য টাইমস দে আর আ-চেইঞ্জিং’ এর মত গানগুলো পরিণত হয়েছিল যুদ্ধবিরোধী আন্দোলনের গণসঙ্গীতে।

/এফইউ/

সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার