X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাদাগাস্কারে ভয়াবহ খরা, অনাহারে সাড়ে ৮ লক্ষ মানুষ

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৭:১৮আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৭:১৯

মাদাগাস্কারে ভয়াবহ খরা, অনাহারে সাড়ে ৮ লক্ষ মানুষ

মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান জানাচ্ছে, প্রায় সাড়ে আট লক্ষ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রচুর ত্রাণ প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ সূত্র জানায়, সাম্প্রতিক খাদ্য পরিসংখ্যান অনুযায়ী ২০ শতাংশ পরিবার ক্ষুধায় আক্রান্ত হয়ে পড়েছে। খাদ্য সংকটের মাত্রা চতুর্থ পর্যায়ে রয়েছে বলেও জানায় ওই পরিসংখ্যান। এই মাত্রা অনুযায়ী পাঁচ হচ্ছে সর্বোচ্চ পর্যায় যাকে দুর্ভিক্ষ বলা যেতে পারে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আঞ্চলিক পরিচালক ক্রিস নিকোই বলেন, ‘মাদাগাস্কারে যে অবস্থা তৈরি হয়েছে তার পূর্বাভাস আমরা এক মাস আগেই পেয়েছিলাম।মানুষ অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছে। অনেকের কাছে খাওয়ার জন্য বুনো ফল ছাড়া কিছুই নেই। মানুষের জীবন বাঁচাতে একসঙ্গে কাজ করতে হবে আমাদের।’

জাতিসংঘ সূত্র জানায়, মাদাগাস্কারে অনেক পরিবার বেঁচে থাকার জন্য ভিক্ষাবৃত্তিকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অনেকে মজুদ বীজ খেয়েও বেঁচে থাকার চেষ্টা করছে। কেননা শেষ ফসলের মজুদ খাদ্য অগাস্ট মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে, আগামী ফসল মার্চের আগে পাওয়া যাবে না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক আঞ্চলিক সমন্বয়ক ডেভিড ফিরি বলেন, ‘আমরা যদি এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারি তবে এর চড়া মূল্য দিতে হতে পারে।’

উল্লেখ্য, মাদাগাস্কারের পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে উঠেছে যে অধিকাংশ শিশুকেই স্কুল থেকে ছাড়িয়ে এনে খাদ্য ও জ্বালানি সংগ্রহের কাজে নিয়োজিত করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/       

সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা