X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কাশ্মিরি তরুণের মৃত্যু

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১০:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১০:৪০
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাড়গাম জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়। পুলিশের দাবি, ওই তরুণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে স্থানীয় জনগণ জানিয়েছেন, কাঁদানে গ্যাসের কারণেই তার মৃত্যু হয়।

বাড়গাম জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢিল ছুড়ছেন এক কাশ্মিরি নারী

শুক্রবার চলমান আন্দোলনের ১০৫তম দিনে জুমার নামাজের পর জেলার নাসরুল্লাহ পোরা এবং মিরগুন্ড গ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত তরুণের নাম জুনায়েদ আহমেদ। তাকে গুরুতর অবস্থায় ঝিলাম ভ্যালি কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেন, কাঁদানে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে ওই তরুণ মারা গেছে।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলার নওহাট্টা এলাকায় ‘কারফিউ-র মতো’ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জুলাই মাসে আন্দোলন শুরুর পর থেকে ১৫ সপ্তাহ ধরে নওহাট্টা জামিয়া মসজিদে জুমার নামাজ পড়ানো নিষিদ্ধ রয়েছে।

শ্রীনগরের রাওয়ালপোরা এবং বুরজুল্লাহ এলাকায়ও জুমার নামাজের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠি চার্জ করে এবং পাভা শেল নিক্ষেপ করে।

দক্ষিণ কাশ্মিরের ত্রাল, তাহতাব এবং পুলওয়ামা জেলার আরও কয়েকটি এলাকায়ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

বুরহানের মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মির

প্রসঙ্গত, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহান নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ আরও জোরালো হলে পুরো কাশ্মিরজুড়ে কারফিউ সম্প্রসারিত হয়। পরে চলতি মাসের ১৫ তারিখ পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়।

চলমান সংঘর্ষে অন্তত ৮৫ জন কাশ্মিরি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। এর মধ্যে সাড়ে সাত হাজারেরও বেশি কাশ্মিরি বিক্ষোভকারী।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
মোদির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই