X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ার তৃতীয় রাসায়নিক হামলাতেও আসাদ সরকারকে দুষছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৬:৪০আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৬:৪৩
image

সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন জাতিসংঘের তদন্তকারীরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক গোপন প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। জাতিসংঘের অভিযোগ, ২০১৫ সালের মার্চে ইদলিবে বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সিরীয় বাহিনী।

রাসায়নিক হামলায় অসুস্থ শিশু

শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন প্রতিবেদনে আসাদ সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য তৃতীয় বারের মতো অভিযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনটি প্রস্তুত করেছে জাতিসংঘ এবং অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)-এর দ্বারা গঠিত একটি কমিটি।

জাতিসংঘের অভিযোগ, ২০১৫ সালের ১৬ মার্চ সিরীয় বাহিনী ইদলিবের কমেনাস গ্রামে বিষাক্ত গ্যাস দিয়ে বেসামরিক জনগণের ওপর হামলা চালায়। তবে একই বছর মার্চে মাসে ইদলিবের বিন্নিশ এবং ২০১৪ সালের এপ্রিলে হামা প্রদেশের কাফর জিটা গ্রামে চালানো রাসায়নিক হামলার পেছনে কাদের হাত রয়েছে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।

যৌথ তদন্ত কমিটির চলতি বছরের আগস্টের শেষের দিকে প্রস্তুত করা ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ এবং ২০১৫ সালে অন্তত দুটি ঘটনায় সিরীয় বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সেই সঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংঘর্ষের সময় বিষাক্ত গ্যাস ব্যবহার করে।

এরআগেই জাতিসংঘ নেতৃত্বাধীন জয়েন্ট ইনভেস্টিগেটিভ ম্যাকানিজম (জেআইএম) গত আগস্টে এক প্রতিবেদনে জানিয়েছিল, সিরিয়ার সরকারি বাহিনী ২০১৪ ও ২০১৫ সালে কমপক্ষে দুইটি রাসায়নিক হামলা চালায় এবং আেএস যোদ্ধারা অস্ত্র হিসেবে মাস্টার্ড গ্যাস ব্যবহার করে।

জেআইএমের সেই তদন্তে আগস্ট পর্যন্ত মোট নয়টি রাসায়নিক হামলার তথ্য উঠে এসেছে। এর মধ্যে তিনটি সিরিয়ার সরকার ও একটি আইএস করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। জেআইএমের চতুর্থ প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আরব আর্মড ফোর্সের হেলিকপ্টার থেকে একটি বোমা ফেলা হয়। বোমা থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে জনগণের মারাত্মক ক্ষতি হওয়ার পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীরা বলেছেন, হামলার সময় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য জাতিসংঘের ওই আগস্ট প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিরিয় সরাকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তারা ২০১৩ সালে রাসায়নিক অস্ত্র ধ্বংস করার ব্যাপারে মস্কো এবং ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছিল। আর এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হচ্ছে সিরিয়ার আসাদ সরকার এই চুক্তি লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, সিরিয়া সংঘাতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকারি বাহিনী ও সরকারবিরোধী বিদ্রোহীরা। বরং উভয় পক্ষই এজন্য পরস্পরকে দায়ী করে আসছে। তবে রাসায়নিক হামলার জন্য সিরিয়ার ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে পূর্বাঞ্চলীয় ঘৌটা এলাকায় সারিন গ্যাস হামলায় নিহত হন এক হাজার ৪২৯ জন। নিহতদের মধ্যে ৪২৬ শিশুও রয়েছে। জাতিসংঘের তদন্তেও এ হামলায় সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ মিলেছে। এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিরিয়ার ইদলিবেও একই ধরনের ক্লোরিন হামলার অভিযোগ উঠে। ইদলিব প্রদেশের সারাকিব শহরে ওই হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন আক্রান্ত হন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী