X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাময়িক অস্ত্রবিরতির পর আবারও সংঘর্ষে আলেপ্পো

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৬, ১১:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১১:৫০
image

রুশ কর্তৃপক্ষের ‘মানবিক কারণে’ ঘোষিত সাময়িক অস্ত্রবিরতির পর সিরিয়ার আলেপ্পো নগরীতে আবারও শুরু হয়েছে বড় মাত্রার সংঘর্ষ।

আড়াই থেকে তিন লাখ মানুষ আটকা পড়ে আছেন আলেপ্পোতে

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়ার এককভাবে ঘোষিত অস্ত্রবিরতির সময় শেষ হওয়ার পরপরই বিভাজিত আলেপ্পোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বিদ্রোহী নিয়ন্ত্রিত সালাহেদ্দিন এবং আল-মাশহাদ এলাকায় গোলার আঘাতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অস্ত্রবিরতির পর আবারও শুরু হয়েছে বিমান হামলা। তবে তা আসাদ বাহিনী চালিয়েছে, নাকি তা ছিল রাশিয়ার বিমান হামলা, তা নিশ্চিত করা যায়নি।

বৃহস্পতিবার রাশিয়া ‘মানবিক কারণে’ অস্ত্রবিরতি ঘোষণা করে। যা শেষ হয় শনিবার সন্ধ্যায়। এর পরপরই আবারও শুরু হয় সংঘর্ষ। জাতিসংঘের পক্ষ থেকে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হলেও তা রাখা হয়নি।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, ‘নাগরিক কমিটির সদস্যরা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে আহতদের চিকিৎসার জন্য বাইরে নিয়ে আসতে চাইলেও তা সম্ভব হয়নি।’

সিরীয় রেড ক্রস-এর মুখপাত্র ইনগি সেডকি জানিয়েছেন, নগরীর নিরাপত্তা পরিস্থিতি ভালো না থাকায় অস্ত্রবিরতির সময়ও সেখানকার অধিবাসীরা বাইরে বেরিয়ে আসেননি।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের দাবি, আলেপ্পোতে বিদ্রোহীরা সাধারণ জনগণকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে। ২০১২ সাল থেকে আলেপ্পো বিদ্রোহীদের দখলে রয়েছে। সরকারি বাহিনীর পক্ষ থেকে আলেপ্পো দখলের অভিযান শুরু পর থেকে দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত হয়েছেন প্রায় ৫০০ মানুষ।

আলেপ্পোর পূর্বাঞ্চলে এখনও আড়াই থেকে তিন লাখ মানুষ আটকা পড়ে আছেন, যাদের খাদ্য ও চিকিৎসা সহযোগিতারও তেমন কোনও ব্যবস্থা নেই। বিমান হামলায় প্রধান হাসপাতালগুলো ইতোমধ্যে ধ্বংস হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা