X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইঁদুর খেয়ে বেঁচেছিলেন সোমালিয়ায় অপহৃত নাবিকরা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৬:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:১১

ইঁদুর খেয়ে বেঁচেছিলেন সোমালিয়ায় অপহৃত নাবিকরা সোমালি দস্যুদের হাতে অপহৃত এশীয় নাবিকরা বেঁচে থাকার জন্য ইঁদুর খেতে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি মুক্তিপণ দেওয়ার পর মুক্তি পাওয়া এসব নাবিকদের একজন এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিপাইনের নাবিক আর্নেল বালবেরো জানান, তাদেরকে অল্প পরিমাণ পানি দেওয়া হতো। অপহৃত হওয়ার পর সাড়ে চার বছর তাদের প্রায় মৃতের মতোই বেঁচে থাকতে হয়েছে।

দস্যুদের আচরণ সম্পর্কে তিনি বলেন, ‘তারা আমাদের সামান্য পানি দিত শুধু। আমরা ইঁদুর খেতাম। আমরা তা বনে রান্না করে খেতাম। ক্ষুধার যন্ত্রণায় আমরা যা পেয়েছি তা-ই খেয়েছি, আপনারাও তাই করবেন।’

বন্দিজীবন থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা সম্পর্কে বলেন, ‘আমি জানি না কেমন হবে তা... মুক্তি পাওয়ার পর নতুন করে সবকিছু শুরু করা অনেক কঠিন হবে।’

২০১২ সালের মার্চ মাসে আফ্রিকার জলসীমা সিসিলি এলাকার কাছে ‘এফভি নাহাম-৩’ জাহাজে হামলা চালিয়ে সোমালিয়ার জলদস্যু বাহিনী ২৬ জন এশীয় নাবিককে অপহরণের পর জিম্মি করে। অপহৃতরা নাবিকরা চীন, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। অপহরণের সময় মারা যান এক নাবিক।

নাবিকদের অপহরণের এক বছরের মাথায় জাহাজটি ডুবে যায়। এরপর নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। ওই সময় দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান।

সাড়ে চার বছরের বেশি সময় জিম্মিদশায় থাকার পর সম্প্রতি তাদের মুক্তি দিয়েছে জলদস্যু বাহিনী। মুক্তিপণের অর্থ পরিশোধের পরই তাদের মুক্ত করে দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তারা রবিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়