X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

থেমে গেল ভিয়েতনাম যুদ্ধবিরোধী টম হেইডেনের কণ্ঠস্বর

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৮:৪০আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৮:৪০

টম হেইডেন বিখ্যাত আমেরিকান যুদ্ধবিরোধী আন্দোলনকারী টম হেইডেন মারা গেছেন। সোমবার ৭৬ বছরে সান্তা মনিকার নিজ বাসায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন। ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধে বিরোধিতার ষড়যন্ত্রে অভিযুক্ত শিকাগো সেভেন-এর সদস্য ছিলেন তিনি।

১৯৩৯ সালে মিসিগানে হেইডেনের জন্ম। ইউনিভার্সিটি অব মিসিগানে অধ্যয়নরত অবস্থাতেই আন্দোলনকারী হয়ে ওঠেন তিনি। স্টুডেন্টস ফর এ ডেমোক্রেটিক সোসাইটি (এসডিএস) গঠনেও ভূমিকা রাখেন তিনি। পোর্ট হুরন স্টেটমেন্ট নামে একটি কৌশলগত দলিল রচনা করেন তিনি। এটাকে তিনি পরবর্তী প্রজন্মের আলোচ্য হিসেবে অভিহিত করেছেন।

হেইডেন ও এসডিএস ১৯৬০ এর দশকে বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  ১৯৬৮ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন চলার সময় শিকাগোতে বিতর্কিত যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন হেইডেন। এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হেইডেনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তথাকথিত শিকাগো সেভেন ট্রায়াল (অভিযুক্ত ছিলেন ৮ জন) চলে কয়েক বছর। শেষ পর্যন্ত হেইডেন বেকসুর খালাস পান।

১৯৭৩ সালে হেইডেন আরেক ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনকারী অভিনেত্রী জেন ফন্ডাকে বিয়ে করেন। জেন ছিলে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ও বিত্তশালী। দীর্ঘদিন হেইডেন ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে পরিচিত হতে হয়েছে। ১৯৭০ দশকের শেষ দিকে তিনি মূলধারার রাজনীতির আলোচনায় আসেন। ১৯৮২ সালে ক্যালিফোর্নিয়ার রাজ্য পরিষদে জয় লাভের মাধ্যমে। এর একদশক পর তিনি ফোন্ডার সঙ্গে বিচ্ছেদ ঘটান এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন বিখ্যাত লেখকে পরিণত হন। বই ও প্রবন্ধ লেখার পাশাপাশি তিনি বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। ১৯৯৩ সালে অভিনেত্রী বারবারা উইলিয়ামসকে বিয়ে করেন তিনি। তাদের লিয়াম নামে এক ছেলে রয়েছে।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছেন। লস অ্যাঞ্জেলসের মেয়ে এরিক গার্সেটি লিখেছেন, এক বড় রাজনীতিক ও প্রিয় বন্ধু চলে গেলেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি