X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

হিলারির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সদ্য প্রয়াত সাংবাদিক গ্যাভিনও

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ২৩:১০আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২৩:৪১
image





হিলারির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সদ্য প্রয়াত সাংবাদিক গ্যাভিনও সদ্য প্রয়াত উইকিলিকসের অন্যতম পরিচালক ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রতিষ্ঠাতা গ্যাভিন ম্যাকফাডিন কিছুদিন আগে সোচ্চার হয়েছিলেন হিলারি ক্লিনটনের ভূমিকার বিরুদ্ধে।  রুশ সংবাদমাধ্যমকে দেওয়া কিছুদিন আগের এক সাক্ষাৎকারে হিলারির ফাঁস হওয়া ইমেইল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গ্যাভিন বলেছিলেন, উইকিলিকসের ফাঁস করা হিলারি সংক্রান্ত নথিগুলো খুবই সামান্য। উইকিলিকস কর্তৃক আরও এমন নথি প্রকাশের আভাষ দিয়েছিলেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি (রাশিয়ান টেলিভিশন) এই খবর জানিয়েছে। গ্যাভিনের যে সাক্ষাৎকারের প্রসঙ্গ তারা উল্লেখ করেছে, সেই সাক্ষাৎকারটি আরটি’র সঙ্গেই সম্পন্ন হয়েছিল। এদিকে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব তাই বলতে চাইছে, হিলারির বিরুদ্ধে সোচ্চার হয়েই চলে যেতে হয়েছে গ্যাভিনকে।


আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া ইমেইল নিয়ে কথা বলেন গ্যাভিন। সাম্প্রতিক ফাঁস হওয়া ইমেইলগুলো ছিল তার সহকারী জন পডেস্টার অ্যাকাউন্ট থেকে আসা। ওইসব ইমেইল ভয়াবহ সব তথ্য ফাঁস করে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি লিবিয়ায় কিভাবে আগ্রাসনের বৈধতা দিয়েছিলেন, কিভাবে তিনি আইএস-কে পরোক্ষ মদদ দিয়েছেন, সেইসব কথা জানা যায় ফাঁস হওয়া ইমেইল থেকে। তবে একে সামান্যই মনে করেছিলেন গ্যাভিন।
আরটি’র সঙ্গের সাক্ষাৎকারে গ্যাভিন বলেছিলেন, ‘প্রাপ্ত তথ্যগুলো উইকিলিকসের পাওয়া এক সমুদ্র তথ্যের মধ্যে একটি বিন্দু পরিমাণ।’ তিনি আশা প্রকাশ করেন যে ‘একজন স্নোডেন সম্পর্কেই আমরা ওয়াকিবহাল’ এবং অন্যান্য হুইসেল ব্লোয়াররা সকল অবিচারের ওপর আলোকপাত অব্যাহত রাখবেন।'
উল্লেখ্য, গতকাল পর্যন্ত অজানাই ছিল উইকিলিকসের অন্যতম পরিচালক ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রতিষ্ঠাতা গ্যাভিন ম্যাকফাডিন-এর মৃত্যুর কারণ। খানিকটা রহস্যও ছড়িয়ে পড়ছিলো তার মৃত্যু নিয়ে। অবশেষে গ্যাভিনের হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ওয়েবসাইটে তার মৃত্যুর যথাযথ কারণ উল্লেখ করা হয়।
সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ওয়েবসাইটে বলা হয়, শনিবার (২২ অক্টোবর) লন্ডনে প্রিয়জনের সান্নিধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে রবিবার ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ওয়েবসাইটে, উইকিলিকসের টুইটারে এবং অল্প কয়েকটি সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর এলেও যথাযথ কারণ উল্লেখ করা ছিল না। তবে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রতিবেদন এখন বলছে, দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পরই গ্যাভিনের মৃত্যু হয়েছে।
তারপরও অবশ্য গ্যাভিনের মৃত্যু রহস্যাবৃতই থেকে যাচ্ছে। মূলধারার শীর্ষ সংবাদমাধ্যমগুলো গ্যাভিনের মৃত্যুর ব্যাপারে এখনও নীরব ভূমিকাই পালন করে যাচ্ছে। এদিকে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে বিভিন্ন অপ্রধান ধারার সংবাদমাধ্যমে। কেউ কেউ ্‌ মৃত্যুকে স্বাভাবিক মানতে রাজি নন। তারা বলতে চাইছেন, হিলারির বিরুদ্ধে সোচ্চার হয়েই চলে যেতে হয়েছে গ্যাভিনকে।
উল্লেখ্য, ম্যাকফাডিন ছিলেন একাধারে অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্রকার। তিনি ২০০১ সালে অনুসন্ধানী সাংবাদিকতার সংস্থা সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম(সিআইজে) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন করেছে ও প্রচুর দক্ষ সাংবাদিক তৈরি করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। জুলিয়ান অ্যাসাঞ্জসহ তার অন্যান্য ঘনিষ্ঠ সহকর্মীরা অনলাইনে তাকে চিরবিদায় জানিয়েছেন।
গ্যাভিনের জীবনে সাংবাদিকতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি উইকিলিকসের বিশ্বস্ত সহচর হিসেবেও কাজ করছেন। জুলিয়ান অ্যাসাঞ্জসহ অনেক অনুসন্ধানী প্রতিবেদক ও গুরুত্বপূর্ণ সাংবাদিকদের মেন্টর বা পরামর্শক/উপদেষ্টা হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও অ্যাসাঞ্জের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ ডিফেন্স কমিটিও গঠন করেন তিনি।
//বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’