X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাইরাসকে সরিয়ে আবারও রতনের হাতে টাটা

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১০:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১০:৩৯
image

আবারও ভারতভিত্তিক কর্পোরেটগোষ্ঠী টাটার চেয়ারম্যানের পদে আসলেন রতন টাটা। টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা টাটা সন্স-এর বোর্ড আকস্মিকভাবেই সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেয় টাটার চেয়ারম্যান পদ থেকে। আর এরপর অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ফিরলেন প্রায় ৭৯ বছর বয়সী রতন নাভাল টাটা। এর আগে ২০১২ সালে সাইরাস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত রতন টাটাই ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান।

রতন টাটা

টাটা শিল্পগোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন, সাইরাসকে সরানোর কথা ঠিক করেছে তাদের হোল্ডিং (মালিকানাধীন) সংস্থা টাটা সন্স। সোমবার পরিচালনা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাটা সন্স ও টাটা গ্রুপেরর বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এই পরিবর্তন নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এই পট-পরিবর্তনের কথা জানিয়েছেন রতন টাটা। দায়িত্ব নেওয়ার পর কর্মীদের লেখা এক চিঠিতেও টাটা জানিয়েছেন, টাটাগোষ্ঠীর স্থিতিশীলতার কথা মাথায় রেখেই বৃহত্তর স্বার্থে এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

চেয়ারম্যান পদে পুনরায় আসীন হয়েই রতন টাটা-সহ পাঁচ সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে পরবর্তী নেতৃত্ব নির্বাচনের জন্য। কমিটির বাকিরা হলেন – টিভিএস-এর প্রধান বেণু শ্রীনিবাসন, বেন ক্যাপিটালের ডিরেক্টর অমিত চন্দ্র, আমেরিকায় প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত রণেন সেন ও উপদেষ্টা কুমার ভট্টাচার্য। তাদের দায়িত্ব চার মাসের মধ্যে নতুন চেয়ারম্যান খুঁজে বের করা। সেই দৌড়ে রয়েছেন – পেপসির কর্ণধার ইন্দ্র নুয়ি, ভোডাফোনের প্রাক্তন সিইও অরুণ সারিন, টিসিএস-কর্তা এন চন্দ্রশেখরন, টাটা ইন্টারন্যাশনালের কর্ণধার তথা রতন টাটার সৎভাই নোয়েল টাটা প্রমুখ।

জাগুয়ার ল্যান্ড রোভার, টেটলি চা, টাটা মোটরস, টাটা পাওয়ারসহ শতাধিক কোম্পানির মালিকানা রয়েছে টাটা সন্স-এর হাতে।

২১ বছর চেয়ারম্যানের পদে আসীন থাকার পর ২০১২ সালে সাইরাস চেয়ারম্যান নির্বাচিত হন। সাইরাসই ছিলেন ৭০ বছরের মধ্যে টাটা পরিবারের বাইরে নিযুক্ত কোনও চেয়ারম্যান। ১৫০ বছর বয়সী এই শিল্পগোষ্ঠীর ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি।  

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি