X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজ্য চালাচ্ছে জয়ললিতার ছবি!

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ২১:৩০আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২১:৩০

মন্ত্রিসভা বৈঠকে জয়ললিতার ছবি ভারতের তামিলনাডুর গুরুতর অসুস্থ মুখ্যমন্ত্রী জয়ারাম জয়াললিতা হাসপাতালে থেকেও রাজ্য চালাচ্ছেন। সশরীরে রাজ্য পরিচালনায় উপস্থিত থাকতে না পারলেও জয়ললিতার ছবি সামনে পরিচালনা করা হচ্ছে রাজ্য।

তার অনুপস্থিতিতে এআইডিএমকে পি পান্নিরসেলভামকে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। অসুস্থ থাকলেও জয়ললিতাই যে এখনও দলটির সর্বময় ক্ষমতার অধিকারী তা স্পষ্ট করেছেন দলের নেতারা। আর তা করতে এআইডিএমকের নেতারা একটা সহজ উপায় খুঁজে বের করেছেন। মন্ত্রিপরিষদের বৈঠক থেকে শুরু করে সরকারের বা দলের যে কোন গুরুত্বপূর্ণ বৈঠকেই সামনে রাখা হচ্ছে জয়াললিতার ছবি।

পান্নিরসেলভাম এর আগেও জয়াললিতার অনুপস্থিতিতে দুবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যখন দুর্নীতির অভিযোগে জয়াললিতা কারাগারে ছিলেন। কিন্তু পান্নিরসেলভাম সবসময় এটা প্রদর্শনে সতর্ক ছিলেন এবং জানতেন তিনি জয়াললিতার স্থলাভিষিক্ত হচ্ছেন না। পান্নিরসেলভাম কখনও জয়াললিতার চেয়ারে বসেননি। কারণ তিনি মনে করেন, জয়াললিতাই এখনও ওই চেয়ারে আছেন।

তবে এবার তিনি তার আনুগত্য প্রদর্শনের জন্য জয়াললিতার ছবি নিয়ে এসেছেন মন্ত্রিসভার বৈঠকে। প্রতিটি বৈঠকে সামনে রাখা হচ্ছে জয়াললিতার ছবি। যেন তিনিই বৈঠকে সভাপতিত্ব করছেন।

দলের মুখপাত্র সারস্বতী বলেন, ‘আমাদের সংস্কৃতিটাই এরকম। আমরা যখনই যা করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখেই তা করি। তখন আমরা অনুভব করতে পারি যে তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের মনে হয় তার উপস্থিতিতেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

তবে এই বিষয়টিকে ‘চাটুকারিতার চুড়ান্ত’ হিসেবে বর্ণনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক জি সত্যমূর্তি। তিনি বলেন, “এরা যে কথাটা বলার চেষ্টা করছে, তা হলো, তারা সংবিধান অনুসারে নয়, বরং 'আম্মা'র (জয়াললিতা) নামে তাদের পদে অধিষ্ঠিত হয়েছে।”

তামিলনাডুর প্রধান বিরোধী দল ডিএমকে বলেছে, এভাবে ছবি সামনে রেখে রাজ্য শাসন দেখে মনে হচ্ছে পুরো রাজ্যের জনগণ থেকে যেন এক ব্যক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দলটির মুখপাত্র মানুরাজ সানমুঘম বলেন, ‘রাজ্যের রাজনীতি ও দেশের সংবিধানের জন্য এটা অমর্যাদাকর।’ সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী