X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রুশ সীমান্তে মোতায়েন হবে স্নায়ুযুদ্ধ পরবর্তী সর্বোচ্চ সেনা

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ১৭:০৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:০৮

ন্যাটো মহাসচিব জিন্স স্টলটেনবার্গ স্নায়ুযুদ্ধ অবসানের পর রুশ সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়ার হাত থেকে সুরক্ষার কথা বলে এই বিপুল পরিমাণ সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জুলাইয়ের ন্যাটো সম্মেলনে স্বাক্ষরিত এক চুক্তিতে আগামী বছরের গোড়ার দিক থেকে রুশ সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়ছিল। সেই সিদ্ধান্তই এখন বাস্তবায়ন করতে চাইছে সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদন অনুযাযী প্রাথমিকভাবে মোতায়েনকৃত সেনার সংখ্যা হবে চার হাজার। পরিস্থিতি বিবেচনায় পরে সেটা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্তের আওতায় রাশিয়ার সঙ্গে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া সীমান্তে বাড়তি ন্যাটো সেনা মেতায়েন করা হবে।

সিরিয়াসহ নানা ইস্যুতে রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর সাম্প্রতিক দূরত্বের ফলে সদস্য দেশগুলোকে এমন চাপ দিচ্ছে সংস্থাটি। অবশ্য থেমে নেই রাশিয়াও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরইমধ্যে তার দেশের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করেছেন।

ন্যাটো সেনাদের চারটি টিমের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও কানাডা। পোল্যান্ডের মিশনে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। এস্তোনিয়ায় নেতৃত্ব দেবে ব্রিটেন। এছাড়া বাড়তি সেনা সরবরাহ করবে ফ্রান্স, ডেনমার্ক ও ইতালিসহ অন্য দেশগুলো।

চলতি বছরের জুলাইয়ে ওয়ারস’তে ন্যাটো সম্মেলনে স্বাক্ষরিত এক চুক্তিতেও রাশিয়া সীমান্তে সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। এতে বলা হয়, মস্কো যদি সামগ্রিকভাবে যুদ্ধ শুরু করে তাহলে রাশিয়া সীমান্তের কাছাকাছি উল্লেখযোগ্য সংখ্যক ন্যাটো সেনা মোতায়েন করা হবে। আগামী বছরের গোড়ার দিক থেকে এটি বাস্তবায়নের কথা ছিল। সেই সিদ্ধান্তই এখন বাস্তবায়ন করতে চাইছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়া যা করেছে; সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতেও একই কাজ করতে পারে মস্কো। আর তাই ন্যাটোভুক্ত দেশগুলোকে আগেভাগেই সুরক্ষা নেওয়া প্রয়োজন।

ন্যাটো’র সেক্রেটারি জেনারেল জিন্স স্টোলেনবার্গ বলেছেন, এটা আমাদের বন্ধনের একটি পরিষ্কার বহিঃপ্রকাশ।

কূটনীতিকরা বলছেন এটা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিও একটা বার্তা। কেননা ট্রাম্প বলেছিলেন, ইউরোপীয় মিত্ররা তাদের প্রতি জোটের প্রাপ্য পরিশোধ করছে না।

/এমপি/বিএ/

সম্পর্কিত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়