X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে গোলাগুলি, আরও এক বিএসএফ সদস্যের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১২:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:০২

কাশ্মির সীমান্তে গোলাগুলি, আরও এক বিএসএফ সদস্যের মৃত্যু কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে আহত আরও এক বিএসএফ সদস্য মারা গেছেন বলে ভারতীয় বাহিনী জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তানি সেনারা ভারী শেল ও স্নাইপার দিয়ে গুলি ছুড়ে হামলা চালায়। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রণবীর সিং পুরা (আরএস পুরা)-র আবদুল্লিয়ান এলাকায় আহত ওই বিএসএফ সদস্য চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

বুধবার রাতে আরএস পুরা ও আর্নিয়া এলাকায় ১৫টি ভারতীয় পোস্ট এলাকায় গোলাগুলি হয়। এতে ছয় গ্রামবাসী আহত হন বলেও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন।

বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধর্মেন্দ্র পারিখ দাবি করেন, ‘দুটি পাকিস্তানি পোস্ট থেকে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ভারী গুলি চালানো শুরু হয়। ৯টা নাগাদ তারা মর্টার হামলা শুরু করে।’ তবে তিনি জানিয়েছেন, গোলাগুলিতে আর কোনও সদস্য নিহত হননি।

আরএস পুরার গোপার বস্তি গ্রামে পাঁচ আহত ব্যক্তির নাম প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তারা হলেন – জ্যোতি শর্মা (৩৯), রাজ রাণী (৪০), লাকি শর্মা (২০), অভী শর্মা (১৮) এবং শানু দেব (৫৫)। তাদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাস্পতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জম্মু পুলিশের ডেপুটি কমিশনার সিমরানদীপ সিং তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন মুখপাত্র জানান, পাকিস্তানি সেনারা রবিবার দুই দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। তখনই আহত হন ওই বিএসএফ সদস্য।

তবে পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভীমবার সেক্টরের চারটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী। এতে পাঁচ ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সোমবার ভারতীয় পক্ষ থেকে ‘বিনা উসকানিতে’ হামলা চালানো হয়। এরপরই পাকিস্তানের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়। তখন থেকেই তিনদিন ধরে সেখানে গোলাগুলি চলছে। ভারতীয় বাহিনী গ্রামের বেসামরিক লোকজনকে আক্রমণ করছে বলেও পাকিস্তান অভিযোগ করেছে।

পাকিস্তান আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, বুধবার ছাপরার সেক্টরে ভারতীয় পক্ষের গোলার আঘাতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও আট বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন।

/এসএ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা