X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত!

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৩:০২আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:০৭

কাশ্মির সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত! কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছে গত তিনদিন ধরে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের আক্রমণে অন্তত পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে ওই তথ্য নিশ্চিত করা হয়নি।

পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার ভীমবার সেক্টরের চারটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত পাঁচ ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলেও ওই সূত্রের দাবি।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী জানায়, সোমবার ভারতীয় পক্ষ থেকে ‘বিনা উসকানিতে’ হামলা চালানো হয়। এরপরই পাকিস্তানের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়। তখন থেকেই তিনদিন ধরে সেখানে গোলাগুলি চলছে। ভারতীয় বাহিনী গ্রামের বেসামরিক লোকজনকে আক্রমণ করছে বলেও পাকিস্তান অভিযোগ করেছে।

পাকিস্তান আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়, বুধবার ছাপরার সেক্টরে ভারতীয় পক্ষের গোলার আঘাতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও আট বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গত এক সপ্তাহে অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এদিকে, ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তানি সেনারা ভারী শেল ও স্নাইপার দিয়ে গুলি ছুড়ে হামলা চালায়। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রণবীর সিং পুরা (আরএস পুরা)-র আবদুল্লিয়ান এলাকায় আহত ওই বিএসএফ সদস্য চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

বুধবার রাতে আরএস পুরা ও আর্নিয়া এলাকায় ১৫টি ভারতীয় পোস্ট এলাকায় গোলাগুলি হয়। এতে ছয় গ্রামবাসী আহত হন বলেও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন।

বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধর্মেন্দ্র পারিখ দাবি করেন, ‘দুটি পাকিস্তানি পোস্ট থেকে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ভারী গুলি চালানো শুরু হয়। ৯টা নাগাদ তারা মর্টার হামলা শুরু করে।’ তবে তিনি জানিয়েছেন, গোলাগুলিতে আর কোনও সদস্য নিহত হননি।

আরএস পুরার গোপার বস্তি গ্রামে পাঁচ আহত ব্যক্তির নাম প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তারা হলেন – জ্যোতি শর্মা (৩৯), রাজ রাণী (৪০), লাকি শর্মা (২০), অভী শর্মা (১৮) এবং শানু দেব (৫৫)। তাদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাস্পতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জম্মু পুলিশের ডেপুটি কমিশনার সিমরানদীপ সিং তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন মুখপাত্র জানান, পাকিস্তানি সেনারা রবিবার দুই দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। তখনই আহত হন ওই বিএসএফ সদস্য।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

/এসএ/

আপ - /এমপি/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া