X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১০ হাজারেরও বেশি মানুষ মসুল ছেড়ে পালিয়েছে

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
image

মসুল নগরী পুনরুদ্ধারের অভিযান শুরুর পর থেকে ১০ হাজারেরও বেশি ইরাকি ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি মাসে ইরাকি ও কুর্দি বাহিনী যৌথভাবে মধপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নিয়ন্ত্রণে থাকা মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

মসুল ছেড়ে পালাচ্ছে মানুষ

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

ইরাকি বাহিনী মসুলের কাছাকাছি জনবহুল অঞ্চলে পৌঁছানোর পর, হাজার হাজার মানুষ সেখান থেকে পালাতে শুরু করেছে।

জাতিসংঘের ত্রাণকর্মীরা জানিয়েছেন, ১০ হাজার মানুষ মসুল থেকে পালিয়ে আসাটা খুবই অল্প একটা অংশ। তারা ১০ লাখেরও বেশি মানুষ মসুল ছেড়ে পালাবে বলে ধারণা করছেন।  

নগরী থেকে পালিয়ে আসার কোনও মানবিক করিডোর না থাকলেও, এমনকি পালানোর ক্রসফায়ারের শঙ্কা থাকলেও মসুলবাসীরা বাধ্য হয়েই পালাচ্ছেন। গত দুইদিনে ইরাকি ও কুর্দি বাহিনী মসুলের আরও কাছাকাছি পৌঁছানোয় বিপুল সংখ্যক মানুষ মসুল থেকে পালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে পায়ে হেঁটেই পালিয়ে আসছেন।

এদিকে, মসুলের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে ইরাকি বাহিনী আইএস-এর সঙ্গে সম্মুখ যুদ্ধ শুরু করেছে। মসুলে প্রবেশের মুখে ইরাকি ও কুর্দি পেশমেরগা বাহিনী আইএস-এর প্রবল বাধার সম্মুখীন হচ্ছে। তবে আইএস-এর দখল থেকে এরইমধ্যে অন্তত ৯০টি গ্রাম উদ্ধার করেছে ইরাকি ও কুর্দি বাহিনী। মসুল নগরীর আশেপাশের বেশ কিছু অঞ্চলও ইরাকি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন তারা নগরীর ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছেন।

বৃহস্পতিবার ইরাকি বাহিনী মসুলের নিকটবর্তী রুতবা শহর পুনরুদ্ধার করেছে। অপরদিকে পেশমেরগা বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় বাশিকা শহরটি পুনরুদ্ধার করেছে।

মার্কিন যুদ্ধবিমান শহরের কিছু কিছু এলাকায় বিমান হামলা চালিয়ে ইরাকি ও কুর্দি বাহিনীকে সহায়তা করেছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার জানিয়েছেন, অভিযানের গতি কমে আসলেও তারা আর কোনও সেনা সদস্যকে ইরাকে পাঠাবেন না।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা