X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুইডিশ কর্মকর্তাদের ‘অনুভূতিহীনতা'য় মর্মাহত অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৬, ২০:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:০৮

সুইডিশ কর্মকর্তাদের ‘অনুভূতিহীনতা'য় মর্মাহত অ্যাসাঞ্জ

ঘনিষ্ঠ বন্ধুর শেষকৃত্যে যোগ দিতে সুইডিশ কর্তৃপক্ষকে গ্রেফতারি পরোয়ানা স্থগিতের আহ্বান জানিয়েছিলেন অ্যাসাঞ্জ। তবে প্রত্যাখ্যাত হয়ে তার হৃদয় ভেঙে গেছে। মর্মাহত স্নোডেন সুইডিশ কর্তৃপক্ষকে হৃদয়হীন আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, এবার অ্যাটর্নি জেনারেলের দারস্থ হবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানাচ্ছে, উইকিলিকসের অন্যতম পরিচালক ও সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রতিষ্ঠাতা গ্যাভিন ম্যাকফাডিনের শেষকৃত্যে যোগ দেওয়া হচ্ছে না জুলিয়ান অ্যাসাঞ্জের। ঘনিষ্ঠ এই সহচর ও পরামর্শদাতার শেষকৃত্যে যোগ দিতে তার বিরুদ্ধে সুইডেনে দায়ের করা ধর্ষণ মামলার পরোয়ানা সাময়িকভাবে প্রত্যাহারের দাবি তুলেছিলেন তিনি। তবে সুইডিশ কর্তৃপক্ষ এই আবেদন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার (২২ অক্টোবর লন্ডনে নিভে যায় অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র গ্যাভিন ম্যাকফাডিনের জীবনপ্রদীপ। সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রতিবেদনে প্রথমে তার মৃত্যুর খবর দিয়ে এর জন্য সাময়িক অসুস্থতাকে দায়ী করা হয়। তবে পরে ২৩ অক্টোবর তারা গ্যাভিনের পরিজনদের বরাত দিয়ে তারা জানায়, দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পরই তার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটি গ্যাভিনের সঙ্গে তাদের নিজেদের এক পুরনো সাক্ষাৎকারের বরাত দিয়ে জানায়, হিলারির বিরুদ্ধে সম্প্রতি সোচ্চার হয়েছিলেন এই অনুসন্ধানী সাংবাদিক। 

ওই গুঞ্জন সত্য কিনা, তার কোনও নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি। তবে হিলারির অন্যায্যতার বিরুদ্ধে গ্যাভিন কেবল নিজে কথা বলেছিলেন তাই নয়, বন্ধু জুলিয়ান অ্যাসাঞ্জের পাশে দাঁড়িয়েছিলেন তিনি প্রবল প্রত্যয়ে। উইকিলিকসের বিশ্বস্ত সহচর হিসেবে কাজ করছেন। অ্যাসাঞ্জ-এর পরামর্শক/উপদেষ্টা হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও অ্যাসাঞ্জের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ ডিফেন্স কমিটিও গঠন করেন তিনি। সেই ঘনিষ্ঠ সহচরের শেসকৃত্যে যোগ দিতে সুইডেন সরকারকে তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার আহ্বান জানান অ্যাসাঞ্জ। কিন্তু সুইডিশ আইনজীবী কার্যালয় তা নাকচ করে জানায়, এই পরোয়ানা প্রত্যাহার করা হবে না কেননা আদালতের নির্দেশে এই ধরনের রেয়াৎ দেওয়ার অনুমোদন নেই। এতে ভেঙে পড়েন অ্যাসাঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পরোয়ানা স্থগিতের অনুরোধ নাকচ হওয়ার পর ভগ্ন হৃদয়ে সুইডিশ কর্তৃপক্ষকে অনুভূতিহীন বলেছেন তিনি। অ্যাসাঞ্জ জানিয়েছেন, শেষ চেষ্টার অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করবেন তিনি।

জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের জুন থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে বসবাস করছেন অ্যাসাঞ্জ। সেই দূতাবাস থেকে বের হলে সুইডেনের দেওয়া ধর্ষণ মামলায় গ্রেফতার করা হবে তাকে। তাই পরম প্রিয় বন্ধুর শেষকৃত্যে যোগ দেওয়ার ইচ্ছে পূরণ অসম্ভব হয়ে দাঁড়ায় তার জন্য। কেননা ইকুয়েডর দূতাবাসের বাইরে এলেই তাকে গ্রেফতার করার জন্য মুখিয়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অ্যাসাঞ্জের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহচর ম্যাকফাডিন ছিলেন একাধারে অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্রকার। তিনি ২০০১ সালে অনুসন্ধানী সাংবাদিকতার সংস্থা সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম(সিআইজে) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন করেছে ও প্রচুর দক্ষ সাংবাদিক তৈরি করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

এদিকে সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়নি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে, আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে।

সূত্র  দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/  

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’