X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্যারিস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ৩ হাজার শরণার্থী

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ২০:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২০:১৬

প্যারিস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ৩ হাজার শরণার্থী প্যারিসের একটি শরণার্থী  শিবিরে আশ্রয় নেওয়া তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ । স্থানীয় সময় ৬টার আগেই স্ট্যালিনগ্রাদ মেট্রো স্টেশনের কাছে কয়েকশ লোক সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করে এবং এর কিছুক্ষণ পর তাদের নিয়ে প্রথম বাস সেখান থেকে ছেড়ে চলে যায়।

এএফপি জানিয়েছে, তাদেরকে প্যারিস অঞ্চলের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হচ্ছে। এক সপ্তাহ আগে কালাইসের ‘জঙ্গল’ ক্যাম্প থেকে প্রায় সাত হাজার লোককে সরিয়ে নেওয়ার পর সেখানে এ অভিযান চালানো হচ্ছে। প্যারিস অঞ্চলের মুখপাত্র জানান, অভিযান স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্রে বসবাস করা এসব শরণার্থী এক সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সুযোগ পাবে।

মুখপাত্র জানান, শরণার্থীদের সরিয়ে নেওয়ার এ অভিযানে প্রায় ৬০০ পুলিশ সদস্যকে কাজে লাগানো হয়েছে।

২৮ বছর বয়সী খালিদ নামের এক অভিবাসী বলেন, ‘আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমার কোন ধারণা নেই। প্যারিস বা পার্শ্ববর্তী কোন এলাকা আমার জন্য খুব ভাল। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি এক মাসেরও বেশি সময় ধরে এখানে একটি ক্যাম্পে রয়েছি। এটি ছেড়ে যাওয়ায় ভাল।’

এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগ্রাদ ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়া হলেও তারা দ্রুত আবার সেখানে ফিরে আসে।

এদিকে কালাইস ক্যাম্প বন্ধ করে দেওয়ায় স্টেলিনগ্রাদ ক্যাম্পে অভিবাসীর সংখ্যা দ্রুত অনেক বেড়ে যায়।

উল্লেখ্য, এসব শরণার্থীরা অনেকে আফগানিস্তান ও সুদানের মতো বিভিন্ন সংঘাতপূর্ণ দেশ থেকে এসেছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়