X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতে আবাসিক স্কুলের ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাত শিক্ষক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ২২:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২২:২৮

প্রতীকী ছবি ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক স্কুলের অন্তত ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭ শিক্ষকসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে আরও কয়েকজন শিক্ষককেও গ্রেফতার করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দিগম্বর খারাত, পরিচ্ছন্নতাকর্মী ইত্তুসিং পাওয়ার খারাত, সুপার কাম রেক্টর নারায়ণ আম্বোর, সহকারী স্বপ্নিল লাখি, রাঁধুনি দীপক ককরি, শিক্ষক ললিতা ভাজিরে, মান্থা ককরি ও শেওয়ান্তা রাউত। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গাজানান ককরি ও ট্রাস্টি সঞ্জয় ও পুরুষোত্তম কাকরিকে গ্রেফতার করা হয়েছে।  

মুম্বাই থেকে ৪৫০ কিলোমিটার দূরবর্তী বুলদানা জেলায় নিনাধি আশ্রম নামের ওই বেসরকারি আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীরা পড়াশোনা করে। যেসব শিক্ষার্থীদের ধর্ষণ করা হয়েছে তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।

সম্প্রতি দিপাবলীর ছুটিতে স্কুলের ছাত্রীরা বাড়ি গিয়েছিল। জলগাঁও জেলার হালখেড়া গ্রামের তিন ছাত্রীও ওই স্কুলে পড়ে। অন্যদের মতো তাদের ছুটাছুটি না করে চুপচাপ দেখে তাদের আত্মীয়স্বজনরা জানতে চান কী হয়েছে। তখন ওই ছাত্রীরা জানায় তাদের পেটে ব্যথা, ভেতরে একটা ভারী কিছু আছে বলে মনে হয় সবসময়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায় তারা সন্তানসম্ভবা। তখনই ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়। এরপরই প্রথমে জলগাঁও জেলার পুলিশ এবং তারপরে বুলদানা জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

পুলিশ জানিয়েছে, ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থাকলেও মাত্র একজন ছাত্রীর হয়ে মামলা দায়ের করা হয়েছে।

মহারাষ্ট্রের পুলিশ মহানির্দেশক সতীশ মাথুর শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘৭ জন শিক্ষক এবং ৪ জন কর্মচারী ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে ৬ জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে।’

তিনি আরও জানান, ধর্ষণের মূলহোতা হিসেবে স্কুলের পিয়নকে সন্দেহ করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন ছাড়া যাদের গ্রেফতার করা হয়েছে, তারা বিষয়টি জেনেও চুপ ছিলেন। এ পর্যন্ত ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেফতারে অভিযান চলছে।

যে ছাত্রীদের ধর্ষণ করা হয়েছে তাদের চিকিৎসার জন্য আকোলা জেলার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারনাভিস জানান, নারী আইএস কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন। তিনি বলেন, তদন্তকারীরা অনুসন্ধান করে দেখবেন নারীদের সুরক্ষার জন্য আমরা যে নীতিমালা করেছিলাম তা অনুসরণ করা হয়েছিল কিনা।  সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, সিএনএন-নিউজ১৮, বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা