X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে মুখোশ মিছিলে আটক ৪৭

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:৪০

মিলিয়ন ডলার মাস্ক মার্চ মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ যুক্তরাজ্যের মধ্য লন্ডনে এক বার্ষিক প্রতিবাদী মুখোশ মিছিল  থেকে ৪৭জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৈশ্বিক পুঁজিবাদ বিরোধী এবং নাগরিক স্বাধীনতাপন্থীরা প্রতিবছর পূর্ববর্তী বছরগুলোতে যেসব অমানবিক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে ‘মিলিয়ন মাস্ক মার্চ’ কর্মসূচি পালন করা হয়। রবিবার রাতে এ মিছিলে অংশগ্রহণকারীরা লাঞ্ছনা, বঞ্চনা, হত্যা ও নিপীড়নের ছবিসহ প্রচারণা চালায়।

এবারের প্রতিবাদ মিছিলে স্কটল্যান্ড ইয়ার্ড কর্তৃপক্ষ আগে থেকেই বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছিল। কর্তৃপক্ষ ওই মুখোশ মিছিলের সময় নির্ধারণ করে দিয়েছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অ্যানোনিমাস নামক হ্যাকিং গ্রুপের সমর্থকরা ‘গাই ফকস’ মুখোশ পরে ট্রাফালগার স্কয়ারে সমবেত হন।

বড় কোনও সংঘর্ষ না ঘটলেও রাত ১০টা ৪৫ পর্যন্ত অন্তত ৪৭ জন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, মাদক সেবন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিদের আটক করা হয়েছে।

ফেসবুকে প্রায় ২০ হাজার মানুষ জানিয়েছিলেন, তারা ওই মিছিলে যোগ দিচ্ছেন। মিছিলটি শান্তিপূর্ণভাবেই শুরু হয়। পরে অনেক অংশগ্রহণকারী নেলসন স্তম্ভে উঠে স্লোগান দিতে থাকেন, ‘একটাই সমাধান, বিপ্লব’। মিছিলটি হোয়াইট হল এলাকায় আসার পর পুলিশ আগ্রাসীভাবে মিছিলটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদকারীরা দাবি করেন, রাজপথে চলার ক্ষেত্রে কেউ তাদের বাধা দিতে পারে না। তখন পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

রাত ৯টার দিকে মিছিলের শেষের দিকে দাঙ্গা পুলিশ এক বিক্ষোভকারীকে আটক করলে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তাদের দিকে বেশকিছু কাঁচের বোতল ছুঁড়ে মারে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!