X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েও ইতিহাস গড়া হলো না হিলারির

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ২১:০২আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১২:৩৬
image

ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েও ইতিহাস গড়া হলো না হিলারির ৫৮তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইতিহাস গড়তেন হিলারি। সাধারণভাবে ভোটের যে ধারণা সেরকম ব্যবস্থা যদি যুক্তরাষ্ট্রে থাকত তাহলে হিলারিই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সত্যি সত্যি ইতিহাস গড়তেন। কিন্তু যুক্তরাষ্ট্রের জটিল প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াতেই হেরে গেলেন হিলারি। তা না হলে সারাদেশে প্রাপ্ত ভোটে ট্রাম্পের চেয়ে হিলারি অনেক এগিয়ে ছিলেন।

মঙ্গলবার সবগুলো অঙ্গরাজ্যে মোট ভোটের মধ্যে ৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১২১টি (৫,৯০, ৫৯,১২১) ভোট পেয়েছেন হিলারি। অথচ জয়ী হওয়া ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ২৩১ (৫,৮৯,৩৫,২৩১) ভোট। যা হিলারির প্রাপ্ত ভোটের চেয়ে এক লাখেরও কম।

এরকম ঘটনা এর আগে ২০০০ সালেও ঘটেছিল। ওই সময় ডেমোক্র্যাট প্রার্থী আল গোর রিপাবলিকান প্রার্থী বুশের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু ইলেক্টোরাল ভোটের প্রক্রিয়ার কারণে জয়ী হন জর্জ ডব্লিউ বুশ। এবার একই প্রক্রিয়ার কারণে হারলেন হিলারি।

সব নির্বাচনি জরিপ আর বিশেষজ্ঞদের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন মার্কিনিরা। ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ২৭০টি ভোট। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৭৮টি আর হিলারি পেয়েছেন ২১৮টি ভোট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন। ৫৩৮ জন ইলেক্টোরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। এক এক অঙ্গরাজ্যে ইলেক্টোরের সংখ্যা একেক রকম। নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীর ইলেক্টোরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেক্টোরাল ভোট দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেক্টোরাল ভোট ভাগ করা হয়। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা