X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কি সুন্দর সন্ধ্যা: নির্বাচিত হয়ে ট্রাম্পের প্রথম টুইট

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ২১:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২২:২৪

ট্রাম্পের প্রথম টুইট ভোটের আগের সব হিসেব-নিকেষ পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত  হয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথম টুইট করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের ভোটে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম টুইটে ট্রাম্প লিখেছেন, ‘কি সুন্দর ও গুরুত্বপূর্ণ সন্ধ্যা! ভুলে যাওয়া পুরুষ ও নারীদের আর কখনও ভুলতে দেওয়া হবে না। আমরা সবাই এমন ঐক্যবদ্ধ হব যা আগে কখনও হইনি।’

টুইটারে সব সময় সক্রিয় ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের দিনও ভোটারদের উদ্দেশে একাধিক টুইট করেন ট্রাম্প।  

এর আগে মঙ্গলবার রাতে জয় নিশ্চিত হওয়ার পর বিজয়ী ভাষণ দেন ট্রাম্প। তাতে বিভক্তির ক্ষত সারিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা ও সব আমেরিকান নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিজয় ভাষণ (ভিক্টরি স্পিচ) দিতে গিয়ে মুহুর্মুহু করতালি আর উল্লাস-উচ্ছ্বাসের মধ্যে হাত নাড়তে নাড়তে মঞ্চে আসেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

বিভক্তির ক্ষত সারাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প জানান, তিনি আমেরিকাকে ঐক্যবদ্ধ করবেন। বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্ত আরও স্মরণীয় হয়ে উঠবে যদি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করতে পারে।  তবেই দেশ মহান হবে।’

মার্কিন জনগণের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি আপনাদের নিচে নামতে দেব না। আমরা অসাধারণ সব কাজ করব।’

ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন। অন্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। বলেন, ‘আমি বিশ্ব সম্প্রদায়কে বলতে চাই, আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিলেও সবার সঙ্গে ভালোভাবে থাকব।’

উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে এরইমধ্যে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীদের কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। সর্বশেষ উইসকনসিনে জয়ের আগে প্রাথমিক ফলাফল অনুযায়ী  গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো এবং নর্থ ক্যারোলিনাতে হেরে যাওয়ার পর হিলারি শিবিরে অস্বস্তি তৈরি হয়। হিলারি প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করা প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়,  বিপাকে রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। পরে বলা হয়, জয়ের কাছাকাছি রয়েছেন ট্রাম্প। এরপর পেনসিলভ্যানিয়ায় জয় নিশ্চিত করে ট্রাম্প নিশ্চিত করে ফেলেছেন নিজের বিজয়। আর সবশেষে উইসকনসিনে জয়ের পর ২৭০ এর কোটা পার হতে সক্ষম হন ট্রাম্প।

/এএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়