X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমাদের সবার চেয়ে প্রেসিডেন্সি গুরুত্বপূর্ণ: ওবামা

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ০০:০২আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ০০:০২

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যে কোনও ব্যক্তির চাইতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদটি গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বুধবার দেওয়া ভাষণে এ কথা বলেন ওবামা। স্পষ্টতই নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধের দিকে ইঙ্গিত করে ওবামা এ কথা বলেছেন।

ভাষণে ওবামা জানান, ভোর সাড়ে তিনটায় তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ওবামা বলেন, এটা কোনও গোপন বিষয় নয় যে, নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে আমার বেশ কিছু মতপার্থক্য রয়েছে। কিন্তু আট বছর আগের কথা মনে করে দেখুন, তখনকার প্রেসিডেন্ট বুশের সঙ্গেও আমার অনেক পার্থক্য ছিলো। প্রেসিডেন্সি ও ভাইস-প্রেসিডেন্সি আমাদের যে কারও চাইতে গুরুত্বপূর্ণ।

ভাষণের শুরুতে ওবামা বলেন, গতকাল ভোট শুরু হওয়ার আগে আমি একটি ভিডিওধারণ করেছিলাম। যাতে আমি আমেরিকার মানুষের বলেছিলাম যে সকালে সূর্য উঠবে। এবং কিছুটা হলেও সত্যি হয়েছে। আমি সবাই একটি দীর্ঘ রাত পার করেছেন। আমিও।

ওবামা বলেন, এখন আমরা সবাই তার সাফল্য কামনা করি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমাদের গণতন্ত্রের উল্লেখযোগ্য দিক।

ভাষণে নির্বাচনে পরাজিত ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি সম্পর্কে ওবামা বলেন, আমি তাকে নিয়ে গর্বিত। অনেক আমেরিকান তার পক্ষে দাঁড়িয়েছেন। প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়া ছিল ঐতিহাসিক।

উল্লেখ্য, সব নির্বাচনি জরিপ আর বিশেষজ্ঞদের ধারণাকে মিথ্যে প্রমাণ করে হিলারির পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন মার্কিনিরা। মঙ্গলবারের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট ২৭০-এর বেশি পেয়েছেন ট্রাম্প। হিলারি পেয়েছেন ২১৮টি ভোট। অথচ সব জরিপে ভোটের দিনও এগিয়ে ছিলেন হিলারি। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!