X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘নট মাই প্রেসিডেন্ট’

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ১১:৩২আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৪:৪৭
image

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন ট্রাম্পবিরোধী প্রচারণা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হ্যাশ ট্যাগ দিয়ে ছড়িয়ে পড়া ‘নট মাই প্রেসিডেন্ট’ প্রচারণাটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে। ‘নট মাই প্রেসিডেন্ট’ লেখা প্ল্যাকার্ড নিয়েও বিক্ষোভ করেন কেউ কেউ।

নট মাই প্রেসিডেন্ট

পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের ফল গ্রহণ করে নেওয়ার জন্য ট্রাম্পবিরোধীদের আহ্বান জানালেও হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার রাতেই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই শুরু হয় বিক্ষোভ। বুধবার সকালে তা আরও তীব্র হয়ে উঠে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। এমনকি হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ করেন ট্রাম্পবিরোধীরা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। ওয়াশিংটন ডিসিসহ অন্য অঙ্গরাজ্যতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ হয়ে উঠে ওয়েস্ট কোস্ট। নিউ ইয়র্ক, বোস্টন, সিয়াটল, ওকল্যান্ড, কালিফ, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নট মাই প্রেসিডেন্ট’, ‘ফাইট ট্রাম্প’, ‘অ্যাগেইনস্ট ট্রাম্প’ এসব হ্যাশ ট্যাগ সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘নট মাই প্রেসিডেন্ট’ হ্যাশ ট্যাগটি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। তা দ্রুত জনপ্রিয়তা পায়। আর এর মাধ্যমে ট্রাম্পবিরোধী বিক্ষোভও প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।

ডোনাল্ড ট্রাম্প

বুধবার রাতে সিয়াটলে একদল বিক্ষোভকারী স্লোগান তুলেন ‘নট মাই প্রেসিডেন্ট’। তারা ট্রাম্পের বর্ণবাদী প্রচারণারও তীব্র সমালোচনা করেন।

বিভিন্ন স্থানে ‘নট মাই প্রেসিডেন্ট’, ‘টাইম টু রিভল্ট’, ‘নো ট্রাম্প’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান।

পিটসবার্গে কয়েকশ’ বিক্ষোভকারী স্লোগান দেন ‘নো ট্রাম্প’, ‘নট মাই প্রেসিডেন্ট’। তারা ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলেও উল্লেখ করেন।

২৪ বছর বয়সী তরুণী এরিন উটিচ মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‘আমি একজন সমকামী নারী, আর আমি নিজের পরিচয় নিয়ে শঙ্কায় রয়েছি। ইলেক্টোরাল কলেজের ভোটে তিনি নির্বাচিত হতে পারেন। কিন্তু তিনি আমার প্রেসিডেন্ট নন।’

শিকাগোর ট্রাম্প টাওয়ারের নিচে দাঁড়িয়ে বিক্ষোভ জানান একদল ট্রাম্পবিরোধী। সেখানে ম্যারিয়ন হিল বলেন, ‘আমি খুবই হতাশ। সেই সঙ্গে আমি, আমার বন্ধুরা এবং আমার পরিবার কিছুটা আতঙ্কিতও। সবকিছুই সামনে আসবে। লোকজনের ঘৃণাটাও বাইরে বেরিয়ে আসবে।’ অপর এক বিক্ষোভকারী দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি (হিলারি) বেশি ভোট পেয়েও আজ পরাজিত।’ 

সূত্র: এনবিসি, ওয়াশিংটন পোস্ট।

/এসএ/

সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের